কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা |
![]() বুধবার রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ এ জরিমানা করেন। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ জানান, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন কয়েকজন প্রবাসী। কিন্তু তারা হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে দিয়ে ঘোরা ফেরা করছিলেন। ফলে বাইরে দিয়ে ঘোরা ফেরা করে কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় দুই প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান করবে বলে অঙ্গীকার করেন। এদিকে বিদেশ থেকে যে কয়জন প্রবাসী দেশের বাড়ীতে এসেছেন তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে সচেতন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য, গোপালগঞ্জে এ পর্যন্ত ৭১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এমএইচএম/এইচএস |