মৃত্যুর রেকর্ড গড়ে ইউরোপে করোনার তাণ্ডব |
![]() ইউরোপের অন্তত তিনটি দেশে তাণ্ডব চালিয়ে রোববার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এদিন শুধু ইতালিতেই প্রাণ হারিয়েছেন ৩৬৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। দেশটিতে রোববার প্রাণ হারিয়েছেন ৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জন। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ফ্রান্সে। সেখানে একদিনে মারা গেছেন ২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। এদিন, সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যেও। রোববার দেশটিতে করোনায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫। গত ২৪ ঘণ্টায় সুইজারল্যান্ডে মারা গেছেন একজন। দেশটিতে মৃতের মোট সংখ্যা ১৪ জন। জার্মানিতে মারা গেছেন দু'জন। মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। অস্ট্রিয়াতে প্রাণ হারিয়েছেন একজন। নেদারল্যান্ডসে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আটজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। ডেনমার্কে মারা গেছেন দু'জন। লুক্সেমবার্গে মারা গেছেন একজন। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫১৫ জন। -এমএ |