করোনা কেড়ে নিলো ৩২৮৫ জনের প্রাণ |
![]() বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এসব তথ্য জানা যায়। কর্তৃপক্ষ জানায়, চীনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। এরা সবাই হুবেই প্রদেশের। আর এর মধ্যে ২৩ জন উহানের। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে বুধবার (০৪ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। এদের মধ্যে ২ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে উহানে। এখন পর্যন্ত চীনে এ রোগে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫২ হাজার ২০৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৫ হাজার ২১০ জন। এর মধ্যে ৫ হাজার ৯৫২ জনের অবস্থা গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত যারা হয়েছেন তাদের মধ্যে ৩.৪ শতাংশের মৃত্যু হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে গত বছরের শেষ দিকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪৮১ জন। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৮ হাজার ৫০৮ জন। এরমধ্যে ৬ হাজার ৪২০ জনের অবস্থা গুরুতর। চীনের বাইরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে মৃত্যু হয়েছে ১০৭ জনের। এরপর রয়েছে ইরান। দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় ৩৫, যুক্তরাষ্ট্রে ১১, জাপানে ৬, ফ্রান্সে ৪, স্পেনে দু'জন, হংকংয়ে দু'জন, অস্ট্রেলিয়ায় দু'জন, ইরাকে দু'জন, থাইল্যান্ডে একজন, তাইওয়ানে একজন, সান ম্যারিনোতে একজন ও ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া, ডায়ামন্ড প্রিন্স নামের একটি জাহাজে মৃত্যু হয়েছে ৬ জনের। -এমএ |