করোনায় আক্রান্ত ইরানি এমপির মৃত্যু |
![]() ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান-ইরাক যুদ্ধের সময় পাওয়া রাসায়নিক আঘাত ও ভাইরাসজনিত সর্দি জ্বরে তাকে হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে তার মৃত্যু হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৫৯৩ জন। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে করোনায় আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে। যদিও তেহরান ওই প্রতিবেদন অস্বীকার করেছে। ইরানি কর্তৃপক্ষ করোনার তথ্য লুকাচ্ছে বলে এর আগে অভিযোগ ওঠে। ইরান পর্যাপ্ত তথ্য সরবরাহ করছে না বলে উদ্বেগ প্রকাশও যুক্তরাষ্ট্র। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জোরারোপ করে বলেন, তার সরকার স্বচ্ছ আছে এবং বিবিসি মিথ্যা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি শেষকৃত্যানুষ্ঠানের মতো বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ভাইরাসের বিস্তার রোধে চলাচল সীমিত করারও পরামর্শ দেন তিনি। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর অধিকাংশ চীনে ঘটেছে। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে। আর বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছে ৮৪ হাজারের বেশি মানুষ। এইচএস |