For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনা ভাইরাস : চীনে মৃতের সংখ্যা শতাধিক

Published : Tuesday, 28 January, 2020 at 9:54 AM Count : 1059

মরণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে দ্য ডন এমন খবর প্রকাশ করেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, চীনে সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত ৮০ জনের প্রাণহানি হয় এ রোগে। সাড়ে ৩ হাজারের মতো মানুষ এ রোগের সংক্রামণ নিয়ে ঘুরছিলেন। প্রাণঘাতী এ ছোঁয়াচে ভাইরাসটির ভায়াবহ হওয়ায় অনেকের শরীরে আকারে বিস্তার লাভ করছে। 

বেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ২৪ জনের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত সেখানে এক হাজার ২৯১ জন এ ভাইরাসে আক্রান্ত ছিল।

চীনা জাতীয় স্বাস্থ্য সংস্থা জানায়, ২৮ জানুয়ারি পর্যন্ত করোনা ভাইরাসে সাড়ে ৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ রোগ বিস্তারকে কেন্দ্র করে চীনা ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ লোকজনকে হাত না মেলানোর আহ্বান জানিয়েছে, তার বদলে হাত দিয়ে অভিবাদন জানানোর ঐতিহ্যবাহী ভঙ্গি অনুসরণ করার পরামর্শ দিয়েছে। এ রোগের কারণে ১ কোটি ১০ লাখের জনসংখ্যার শহর উহান মূলত বন্ধ করে দেয়া হয়েছে। খুব জরুরি যানবাহন ছাড়া কোনও যানবাহনকে যাতায়াতও করতে দেয়া হচ্ছে না শহরটিতে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ২৮ জানুয়ারি সানফ্রান্সিসকোগামী ফ্লাইটে মার্কিন বেসরকারি নাগরিকদের দেশে ফেরত নেয়ার বিষয়ে জানানো হয়েছে।

গত বছরের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সিফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার (১৮ জানুয়ারি) কানাডা উহান থেকে ফেরা এক নাগরিকের শরীরে ভাইরাসটি পাওয়ার কথা ঘোষণা করে চীনা স্বাস্থ্য সংস্থা। কর্মকর্তারা বলেন, পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি ২২ জানুয়ারি টরন্টোতে ফেরার একদিন পর শ্বাসযন্ত্রের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নোভেল করোনা ভাইরাস। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। সে কারণে অনেক দেশই এ ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

চীনের বাইরে থাইল্যান্ড, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত ৪২ রোগীর সন্ধান পাওয়া গেছে। এছাড়া হংকংয়ে ৫ জন, ম্যাকাওতে ২ জন এবং তাইওয়ানে ৩ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে সরকার।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, শিকাগো, সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

-এমএ

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০
করোনা ভাইরাস : চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি চীন : শি জিনপিং
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪১
মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮
চীনের ভাইরাসে মৃত ১৭, বিশ্বজুড়ে শঙ্কা
দ্রুত ছড়িয়ে পড়ছে রহস্যময় ‘করোনা ভাইরাস’
ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ১১

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,