করোনায় চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৭৪৪ |
![]() প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে দুই হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছে মোট ৭৮ হাজার ৪৯৭ জন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এসব তথ্য জানা যায়। চীনের স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৯ জানুয়ারি মৃত্যু হয়েছিল ২৬ জনের। এরপর লাফিয়ে বেড়েছে এ রোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২৭ জন। এ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৭৫৬ জন। চীনের বাইরে ইরানে এ রোগে আক্রান্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে মৃত্যু হয়েছে ১২ জনের। দক্ষিণ কোরিয়ায় ১৩ জন। এছাড়া জাপানে ৩, হংকংয়ে ২, তাইওয়ানে ১, ফ্রান্সে ২, ফিলিপাইনে ১ জনের মৃত্যু হয়েছে। আর ডায়মন্ড প্রিন্স জাহাজে মৃত্যু হয়েছে ৪ জনের। ২০১৯ সালের শেষ দিকে এসে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। এখন পর্যন্ত ৪৭টিরও বেশি দেশে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে। -এমএ |