লন্ডন বাদে ইউরোপের কোনও দেশ থেকে যাত্রী এলেই ফেরত |
![]() বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপের কোনও দেশ থেকে যাত্রী আনতে পারবে না কোনও এয়ারলাইন্স। যদি কোনও এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই সেই যাত্রীকে ফেরত পাঠাতে হবে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এদিকে করোনার প্রভাবে ফ্লাইট কমে গিয়েছে বলেও জানান মফিদুর রহমান। তিনি বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক ফ্লাইট কমে গিয়েছে। এ কারণে দিনে প্রায় ৩৫ লাখ টাকা কম রাজস্ব আয় হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর। এইচএস |