'করোনা রোগী বেশি হলে আলাদা হাসপাতাল' |
![]() বৃহস্পতিবার দুপুরে আইইডিসিআর অডিটোরিয়ামে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, 'করোনার চিকিৎসার জন্য রাজধানীসহ জেলা শহরের হাসপাতালগুলোতেও আইসোলেশন ইউনিট করা হয়েছে। করোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।' আইইডিসিআর পরিচালক বলেন, 'চীনের পরিস্থিতির উন্নতি হচ্ছে। চীনের বাইরে আরও নতুন নতুন দেশে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইতালির সার্বিক অবস্থা এখনও উদ্বেগজনক। এসব বিষয় নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি'। তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় হটলাইনে আসা ১৫৬টি কলের মধ্যে তিনটি কল ছিল করোনা সংক্রান্ত। এই তিনজনসহ দেশে সর্বমোট ১০৫ জনের নমুনা পরীক্ষা করেছি তাদের কারও মধ্যেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি আরও বলেন, 'সিঙ্গাপুরে কোভিড-১৯ এ আক্রান্ত ৫ জনের মধ্যে দু'জন এখনও হাসপাতালে আছেন। ইতালিতে বাংলাদেশের একজন আক্রান্ত হয়েছেন তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে।' আইইডিসিআর পরিচালক বলেন, 'চীনসহ ৭৭টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ০৯০। এদের মধ্যে চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৪২২। -এমএ |