করোনার থাবায় ভারতে প্রথম মৃত্যু |
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ভারতে প্রথম মৃত্যু হয়েছে। ৭৬ বছর বয়সী কর্নাটকের ওই ব্যক্তি বৃহস্পতিবার মারা গেছেন। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু সংবাদমাধ্যমকে বলেন, মৃত ব্যক্তি যাদের স্পর্শে এসেছিলেন তাদেরও আলাদা করে রাখা এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে কর্নাটকের ওই ব্যক্তি দেশে ফেরেন। পরে হায়দরাবাদ বিমানবন্দরে তার পরীক্ষা করা হয়। তবে সে সময় কোন লক্ষণ ছিল না তার শরীরে। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের কারণে গত ০৫ মার্চ তিনি কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা। বাড়িতেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। খবরে বলা হয়েছে, ভাইরাস পজেটিভ হওয়ার পরও আক্রান্ত ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ কেন বাড়ি যেতে দিল তা পরিষ্কার নয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ৭০টি ঘটনা ঘটেছে। করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বুধবার (১১ মার্চ) সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। তবে কূটনৈতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, সরকারি, চাকরি ভিসায় ছাড় দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। এদিকে, সবচেয়ে বেশি আক্রান্তের খবর এসেছে কেরালা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ থেকে। এই তিনটি রাজ্যে যথাক্রমে ১৭, ১১ এবং ১০ জনের আক্রান্ত হওয়ার পাওয়া গেছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। -এমএ |