For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'ক্লক, এন্টি ক্লক' নাটক মঞ্চস্থ

Published : Saturday, 11 September, 2021 at 12:42 PM Count : 771

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পেছনের কুশলিবদের জাতির সামনে তুলে ধরতে 'ক্লক, এন্টি ক্লক' নাটক মঞ্চায়িত হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ যখন তার আপন গতিপথে উত্তাল, যখন বিনির্মিত হচ্ছে সোনার বাংলা, দেশ বিদেশ যখন বাংলার বন্দনায় মুখরিত, তখনও পাকিস্তানের পরাজিত অপশক্তিগুলো বাংলার আকাশে ছায়া বিস্তার করেছিল কিভাবে? ১৯৭১ সালের পরাজিত শক্তির নীল নকশায় রচিত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ অগাস্টের নির্মম ঘটনা। আমরা স্বপরিবারে হারালাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 

এই নির্মম ঘটনায় শুরু হলো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা। একে একে চরিত্রগুলো নাটকের মধ্যে তুলে ধরা হয়। নতুন প্রজন্ম যাতে জানতে পারে ১৯৭৫ সালের ১৫ অগাস্টের নির্মম ঘটনার সঙ্গে জড়িত বা কুশলিব কারা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেছন থেকে বঙ্গবন্ধুক হত্যার যে ষড়যন্ত্র করেছিল সেটি সুন্দর ভাবে ফুটে তোলা হয়েছে নাটকটিতে। 
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বঙ্গবন্ধু- মিজানুর রহমান, রেনু- শরিফুন মিঠু, প্রেসিডেন্ট জিয়া-সেকেন্দোর আলী, রহস্য মানব- হারুনুর রশিদ, রুপক- শাহমির ফারুখ, রাতপরী- শারমিন নিশা, লাশ-শাহনেওয়াজ, মৌলভী- নিরঞ্জন, সৈনিক- রাকিব, তপন ও রবিন, পিএস- শফিকুল ইসলাম। 

নাটকটি রচনা করেছেন মাহবুব আলম। নির্দেশনায় ছিলেন মিজানুর রহমান। সার্বিক তত্ববধানে ছিল জেলা শিল্পকলা একাডেমি।

নাটক শেষে মূল্যায়ন করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। 

এ সময় মঞ্চে ছিলেন স্থানিয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা, এ্যাড. মোমিন আহাম্মেদ চৌধুরী, জেলা কালচারাল কর্মকর্তা মাহাতাব উদ্দিন, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি প্রমূখ।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর-পেশার লোকজন নাটকটি উটভোগ করেন।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,