নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার
Published : Friday, 31 December, 2021 at 8:52 PM Count : 456
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা এলাকার একটি কমিউনিট সেন্টারের পাশের ড্রেন থেকে এক নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে কুকুরকে এক শিশুর লাশ খেতে দেখে খবর দেয় নিরাপত্ত প্রহরীরা। পরে সেটি উদ্ধার করে পুলিশ।
মহানগরীরর কাশিয়াডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, রাত ১০টার দিকে রাজশাহী কমিউনিট সেন্টারের পাশে ড্রেনের থেকে এক শিশুর মাথা কুকুরকে টানাটানি করতে দেখে স্থানীয় নিরাপত্তা প্রহরীরা। পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক থেকে দেড় মাসের। লাশে অনেকটা পচনও ধরে গেছে। আমরা এটি উদ্ধার করে নিয়ে এসেছি। কে বা কার এটি এখানে ফেলে গেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এখন ডিএনএ টেস্ট করে এটি ফ্রিজাপ করা হবে। এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। বর্তমানে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
-আরএইচ/এনএন