সুখবর জানালেন ফারুকী
Published : Tuesday, 28 December, 2021 at 6:34 PM Count : 1506
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মা হচ্ছেন। অন্তর্জালে তিশার সঙ্গে ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এক ফেসবুক স্ট্যাটাসে টহসহ লিখেছেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থ ভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’
এই নির্মাতা সুখবর দেওয়া পোস্টে আরও যুক্ত করেছেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সে কেন সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি।’
কিছুক্ষণ পরে অবশ্য একই ভাবে মা হতে যাওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন নুসরাত ইমরোজ তিশা।
নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের জুলাই মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-এমএ