Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

এবার শাকিব খানকে নিয়ে বায়োপিক

Published : Sunday, 26 December, 2021 at 1:46 PM Count : 446

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এটি পরিচালনা করবেন এফআই মানিক।  গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটি নিবন্ধিত হয়েছে।

নির্মাতা এফআই মানিক বলেন, আমি এই বায়োপিকটি পরিচালনা করব। শিগগিরই এর শুটিং শুরু হবে। অনেক দিন ধরে চলচ্চিত্র নির্মাণে বিরতি ছিল। এটি দিয়ে আমি নতুন কাজ শুরু করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকাই চলচ্চিত্রের প্রধান চিত্রনায়ক শাকিব খানের জীবনের একটি অংশ থেকে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে রঙিন দুনিয়ায় প্রবেশের ঠিক পূর্ব থেকে জনপ্রিয় ও প্রধান নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে। তবে কে শাকিব খানের চরিত্রে কাজ করবেন তা এখনো ঠিক জানা যায়নি।

শাকিব খানের অন্যতম পার্শ্ব অভিনেত্রী অপু বিশ্বাসের চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন এ বিষয়ে নির্মাতা এখনই কোন তথ্য জানাতে চাননি।
শাকিব খানের আসল নাম মাসুদ রানা। চলচ্চিত্রে শাকিব খান নামটি কীভাবে পেলেন সেই গল্পটিও দর্শকরা দেখতে পাবেন বলে জানান এফআই মানিক। 

শাকিব খান কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চার বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে তার শৈশব-কৈশোর থেকে বেড়ে ওঠে নারায়ণগঞ্জ জেলায়।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close