বাঘায় নির্বাচন পরবর্তী শত্রুতার শিকার আম বাগান
Published : Friday, 31 December, 2021 at 8:46 PM Count : 483
রাজশাহীর বাঘায় ইউপি নির্বাচন পরবর্তী শত্রুতার শিকার হয়েছে একটি আম বাগান। রাতের আঁধারে কে বা কারা উপজেলার বাউসা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে মাঠে রোপণ করা ১০টি আম গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শফিকুর রহমান শফিক বলেন, বাউসা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর। নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফানের কাছে আমি পরাজিত হয়েছি। সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু নির্বাচনের পরের দিন থেকে কিছু অপরিচিত মোবাইল নম্বর থেকে আমার কয়েকজন কর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এমনকি আমার সমর্থিত নৌকার কর্মী লিখন হোসেনের তিন বছর আগে রোপন করা ১০টি আম গাছ কেটে দেওয়া হয়েছে। এটি নির্বাচন সংক্রান্ত বিবাদের জের ছাড়া আর কিছুই হতে পারে না।
এ বিষয়ে আম বাগানের মালিক লিখন হোসেন বলেন, তিন বছর আগে লাগানো দশটি আম গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুষ্কৃতিকারীরা। আমি নৌকার ভোট করায় আমার এই সর্বনাশ হয়ে গেল।
বাঘা থানাা ওসি সাজ্জাদ হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে শফিক রহমান শফিক আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-এএইচ/এনএন