উত্তরায় ব্যবসায়ীর দোকানে ভাঙচুর, নগদ টাকাসহ মাছ লুটের অভিযোগ
Published : Friday, 31 December, 2021 at 10:06 PM Count : 451
রাজধানীর উত্তরায় চাহিদামত মোটা অংকের টাকা চাঁদা না দেয়ায় এক মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এ সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলায় দোকানের দুই কর্মচারীও আহত হয়। এ ঘটনায়
বৃহস্পতিবার রাতে উত্তরা পূর্ব থানার আজমপুর বিডিআর কাচাবাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম উত্তরা পূর্ব থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম নিজের নিরাপত্তা চেয়ে শুক্রবার উত্তরা পূর্ব থানায় একটি লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, রাজধানীর তুরাগ থানার আহালিয়া গ্রামের মৃত আব্দুল ছোবাহান হাওলাদারের ছেলে মো. জাহাঙ্গীর আলম। উত্তরা পূর্ব থানার বিডিআর কাচা বাজার মার্কেটে মান্নানের সাথে পাটনারে মাছের আড়তে দোকান দিয়ে প্রায় ১০ বছর ধরে ব্যবসা করে আসছেন জাহাঙ্গীর।
-আরএম/এনএন