“চিরঞ্জীব মুজিব” বগুড়ায় মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর
Published : Thursday, 23 December, 2021 at 7:33 PM Count : 257
বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” অবলম্বনে তার সংগ্রামী জীবনের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে প্রথম মুক্তি পাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চলচ্চিত্রটির পরিচালক ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার বগুড়ার সন্তান নজরুল ইসলাম।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এই চলচ্চিত্রটি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনী সম্পর্কে জানতে পারবে সবাই। এই চলচ্চিত্রে ১৯৪৯ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে তিনি গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন তাও তুলে ধরা হয়েছে।
ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহম্মেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বঙ্গবন্ধুর বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ ও দিলারা জামান।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আ'লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
-এমএ/এমএ