Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

বিয়ের বাছাইপর্বে যাদের রাখতে চান সারা

Published : Tuesday, 21 December, 2021 at 12:31 PM Count : 900

বলিউডের অন্যতম উঠতি তারকা সারা আলি খান তার স্বয়ম্বর সভায় (বিয়ের বাছাইপর্বে) চার অভিনেতাকে রাখতে চান।

সম্প্রতি সারা ‘কফি শটস উইথ করণ’ অনুষ্ঠানে ধানুশের সঙ্গে হাজির হন। সেখানে নির্মাতা-প্রযোজক-উপস্থাপক করণ জোহর সারাকে প্রশ্ন করেন, স্বয়ম্বর সভায় যদি চার অভিনেতাকে রাখতে চান, তবে কাদের রাখবেন। উত্তরে সারা বলেন, রণবীর সিং, বরুণ ধাওয়ান, বিজয় দেবেরাকোন্ডা ও ভিকি কুশল।

এ সময় করণ জোহর মজা করে সারাকে বলেন, সবার স্ত্রী কিন্তু তাঁর দিকে তাকিয়ে আছে। সারাও কৌতুক করে করণকে বলেন, আশা করি, সব স্বামীও তাকিয়ে আছে। সারার উত্তরে বেশ মজা পান ধানুশ।

এবার জানা যাক স্বয়ম্বর সভা কী। স্বয়ম্বর প্রাচীন ভারতীয় সমাজের একপ্রকার প্রথা। এই প্রথা মূলত উচ্চবংশীয় রাজার কন্যাকে বিয়ে ঘিরে পালন হতো। যখন কোনও রাজকুমারী বিবাহের উপযুক্ত বলে মা-বাবা মনে করতেন, তখন রাজা স্বয়ম্বর সভার আয়োজন করতেন।
স্বয়ম্বর সভায় বিভিন্ন রাজ্যের রাজারা আসতেন। আসতেন রাজপুত্ররা। তখন রাজকুমারী নিজেই (স্বয়ং) তার স্বামীকে (বর) নির্বাচন করতেন। এ সময় নিজেকে বীর্যবান প্রমাণে হবু বরদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে হতো।

‘অতরঙ্গি রে’ সিনেমায় আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমা আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close