For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে কনসার্ট

Published : Saturday, 11 September, 2021 at 12:24 PM Count : 718

১০ সেপ্টেম্বর দিনটি বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস নামে পরিচিত। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মৌলভীবাজারেশ্রীমঙ্গলে “Rise against sucide” শীর্ষক এক কনসার্টের আয়োজন করে ‘অধ্যায়’ ইয়্যুথ অর্গানাইজেশন। 

আয়োজিত এই কনসার্টের মাধ্যমে উঠে আসে ‘আত্মহত্যা কখনই সমাধান নয়। সময় যতই কঠিন হোক না কেন, শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করুন। আপনি অন্ধকারকে পরাস্ত করে আলো হতে পারেন।’

শুক্রবার বিকেলে শহরের মহসিন অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম অর রশীদ তালুকদার। 

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, ডেইলি অবজারভার প্রতিনিধি রুপম আচার্য্য, সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন মামুন প্রমূখ।

অধ্যায়'র আহ্বায়ক ভূপেন চন্দ্র সেন অবজারভারকে বলেন, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের এই দিনে আমাদের এই আয়োজনের উদ্দেশ্য হলো সবাইকে আত্মহত্যা থেকে দূরে সরানো। সবাইকে আত্মহত্যা থেকে দূরে সরানোর জন্য এই প্রজন্মকে সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ে যুক্ত হওয়ার মাধ্যম আত্মহত্যার মত মহাপাপ থেকে নিজেকে এবং চারপাশের মানুষদেরকে দূরে রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানের উপস্থিত সকলকে নিয়ে একটি সার্ভে করা হয়। মানুষ কি কি কারণে আত্মহত্যা করে এটার মূল কারণ সামনে আনার জন্য। এই বিষয়ে একটা রিপোর্ট বের হবে। বিশ্বে এখনও প্রতি সাত সেকেন্ডে দু'জন করে মানুষ সুইসাইড করে।

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,