বাংলাদেশের মিউজিক ভিডিওতে সানি লিওন
Published : Friday, 24 December, 2021 at 2:15 PM Count : 786
বাংলাদেশের মিউজিক ভিডিও'র মডেল হয়েছেন বলিউড তারকা সানি লিওন। গানের শিরোনাম ‘দুষ্টু পোলাপাইন’। কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহারা ঐশী।
‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে। ভিডিওটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।
প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস এরই মধ্যে গানটির ট্রেলার প্রকাশ করেছে। যেখানে বেশ আবেদনময়ী দেখাচ্ছে বলিউড তারকা সানিকে। দ্রুতই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ফাতিমা তুয যাহারা ঐশী জানিয়েছেন, ‘পাঁচ মাস আগে আমি কণ্ঠ দিয়েছিলাম। তবে, ভিডিও শুট করা হয়েছে চলতি মাসে। যখন জানলাম সানি লিওন এ গানে মডেল, তখন আমি সারপ্রাইজ হয়েছি।’
-এমএ