For English Version
বৃহস্পতিবার ২ মে ২০২৪
হোম

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২ হাজার ২৫০ মিটার

Published : Tuesday, 22 October, 2019 at 4:15 PM Count : 504

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারে বসানো হয়েছে ১৫তম স্প্যান। বেলা পৌনে ১টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪-ই স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর ২ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হল।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৪ অক্টোবর স্প্যানটি জাজিরার চর থেকে ২৩-২৪ নম্বর পিলারের কাছে নেওয়ার জন্য বহনকারী ক্রেন রওনা দেয়। বুধবার ও বৃহস্পতিবার স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু পদ্মা অববাহিকায় নাব্যতা সংকটের কবলে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে যেতে বিলম্ব হয়। এ স্প্যান বসানোর পর সেতুতে আরও ২৬টি স্প্যানটি বসানো বাকি রয়েছে। এর আগে চতুর্দশ স্প্যান বসানো হয়েছিল গত ২৯ জুন।

এ ব্যাপারে প্রকৌশলীরা জানান, বর্ষাকালে পদ্মা নদীতে প্রচুর পলি আসে। চ্যানেলে পলি জমে চ্যানেল প্রায় বন্ধ হয়ে যায়। এতে স্প্যান বহনকারী ক্রেনটি নাব্যতা সংকটের কারণে চলতে পারেনা। তাই স্প্যান বসানোর সিডিউল এভাবে নির্ধারণ করা হয়। ৪-ই স্প্যান ছাড়াও মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ডে আরও ৫টি স্প্যান প্রস্তুত রয়েছে। চারটি স্প্যান কন্সট্রাকশন ইয়ার্ডে আছে ও একটি চর এলাকায় ২৮ নম্বর পিয়ারের কাছে রাখা আছে। এখন নিয়মিতভাবে আবার পিলারে স্প্যান বসানোর কাজ করা হবে।
জানা গেছে, সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৪ শতাংশ। রেলওয়ে স্ল্যাবের জন্য ২ হাজার ৯৫৯টি প্রি-কাস্ট স্ল্যাব প্রয়োজন হবে। এর মধ্যে ২ হাজার ৮৯১টি স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বাকি স্ল্যাব আগামী নভেম্বরে শেষ হবে। রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে ৩৬১টি।

অন্যদিকে, ২ হাজার ৯১৭টি প্রি-কাস্ট রোডওয়ে ডেক স্ল্যাবের মধ্যে ১ হাজার ৫৫৩টির কাজ শেষ হয়েছে এবং ৫৪টি স্থাপন করা হয়েছে। নদী শাসনের বাস্তব কাজের ৬৩ শতাংশ শেষ হয়েছে। নদী শাসন কাজের আর্থিক অগ্রগতি ৫০ দশমিক ৪০ শতাংশ। মোট ১৪ কিলোমিটারের মধ্যে ৬ দশমিক ৬০ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। নদী শাসন কাজের চুক্তিমূল্য ৮ হাজার ৭০৭ দশমিক ৮১ কোটি টাকা, যার মধ্যে ৪ হাজার ৩৮৮ দশমিক ৪৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

-এমএইচএস/এমএ

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২১ শ’ মিটার
শুক্রবার বসছে পদ্মা সেতুর ১৪তম স্প্যান

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft