পদ্মা সেতুর দুই পিলারের চূড়ান্ত অনুমোদন |
![]() পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পিলারের অনুমোদন করেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। পদ্মা সেতুর প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেতুর প্রকল্প পরিচালক ৬ ও ৭ নম্বর পিলারের অনুমোদন দিয়েছেন। আব্দুল কাদের জানান, আগে ৬টি পাইলের সাহায্যে একটি মূল পিলার স্থাপিত হতো। এখন ৬টির স্থলে ৭টি পাইলের সাহায্যে ৬ ও ৭ নম্বর পিলার স্থাপন করা হবে। এছাড়া, স্কিন গ্রাউটিং তথা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মধ্য দিয়ে ৬ ও ৭ নম্বর পিলার স্থাপিত হবে। -এসআইএস/এমএ |