নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত: ইশরাক হোসেন |
![]() মঙ্গলবার বেলা পৌনে তিনটায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) কাছে এটি দ্বিতীয় সুযোগ। নির্বাচন কেমন হয়েছে তা ৩০ জানুয়ারির নির্বাচনে সবাই দেখেছে। তারপরও একজন প্রার্থী হিসেবে তাদের কাছে কী ধরনের আস্থা থাকতে পারে প্রার্থী হিসেবে এ প্রশ্ন আমি জাতির কাছে রাখতে চাই। যেহেতু আরও একটা সুযোগ এসেছে তাদের ভুল সংশোধনের। আমি চাইবো তারা সেটা করবেন।’ নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। আরও কিছুদিন পার হলে বলা যাবে। তখন আপনারাও দেখতে পাবেন।’ দেশে আজ উন্নয়নের ধুয়া তোলা হয়েছে কিন্তু কোনও উন্নয়ন হয়নি মন্তব্য করে এ মেয়র প্রার্থী বলেন, ‘উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করা হয়েছে। আমরা উচ্চশিক্ষিত, আমরা জানি কীভাবে উন্নয়ন করতে হয়। বিশ্বের সবচেয়ে নামিদামি বিশেষজ্ঞ এনে ঢাকাকে উন্নত করা কোনও ব্যাপারই ছিল না। গত ১২ বছরে উন্নয়নের নামে যে পরিমাণ অর্থপাচার করা হয়েছে, সে অর্থ যদি বাংলাদেশের ইকোনমিতে থাকতো তাহলে শুধু ঢাকা নয়, আরও পাঁচটি মহানগরকে উন্নত শহরে রূপ দেওয়া যেতো। এই দেশ আসলেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতো।’ মনোনয়নপত্র জমা দিতে অতিরিক্ত লোকজন নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভুল কথা। আমার সঙ্গে মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, সাবেক মেয়র আবদুস সালাম, আমার ভাই ও আমি এই পাঁচজন এসেছি। এর বাইরে আমাদের সঙ্গে কেউ নেই। এখানে বহু কাউন্সিলর এসেছেন। আশপাশের মানুষজন আছেন, সেই দায়িত্ব আমার না।’ এসআর |