ভোটের মাত্র নয় দিন আগে প্রার্থিতা ফিরে পেলেন ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাহমিনা আক্তার মোল্লা। নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর ২৩ দিনের আইনি লড়াই শেষে তিনি প্রার্থিতা ফিরে পেলেন।
বৃহস্পতিবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানি শেষে সন্ধ্যায় প্রার্থিতা বৈধতার আদেশ দেন।
ফলে ঠাকুরগাঁও-১ আসনে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাহমিনা আক্তারের অংশ নিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী মনসুর হাবিব।
তিনি বলেন, আদালত এক সংক্ষিপ্ত আদেশে তাহমিনা আক্তার মোল্লাকে তার যাবতীয় নির্বাচনের কাজ সম্পন্ন করতে বলেছেন।
তাহমিনা আক্তার মোল্লা ঠাকুরগাঁও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাবেক জেলা যুব মহিলা লীগের সভাপতি ছিলেন।
তিনি বলেন, ‘১ শতাংশ ভোটারের স্বাক্ষরের হেরফেরে আমার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করি সেখানেও রিটার্নিং কর্মকর্তা আদেশ বহাল রাখে। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করি। হাইকোর্টও দু'বার আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার পর বৃহস্পতিবার বিকেলে চেম্বার আদালতে শুনানি হয়। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানি শেষে সন্ধ্যায় প্রার্থিতা বৈধতার আদেশ দেন।
তাহমিনা আক্তার বলেন, আমি স্থানীয় মানুষের ভালোবাসা পেয়েছি সবসময়। এই ভালোবাসা ও দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর নির্বাচনের স্বল্প সময়ই বাকি। এই সময়টুকুকে কাজে লাগিয়ে সকলের দোয়া, সহযেগিতা ও ভোট নিয়ে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চাই। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আমি ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ী হবো।
আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার প্রায় চার লাখ ৮১ হাজার।