Friday | 7 February 2025 | Reg No- 06
Epaper | English
   
Friday | 7 February 2025 | Epaper

বছরের শেষ ইত্যাদিতে গান শোনাবেন তসিবা-সেলিম চৌধুরী

Published : Friday, 29 December, 2023 at 11:29 AM  Count : 792
মৌলভীবাজারের কুরমা চা বাগানে হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে। মঞ্চ নির্মাণ করা হয় চা বাগান মাঠে। ঘন সবুজ অরণ্য, পাহাড়ের বুকে মুগ্ধতা ছড়ানো চায়ের বাগান, লেকের পাড়ে চা গাছ দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয়েছে ইত্যাদি।

এবারের পর্বে রয়েছেন সিলেটের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী। মৌলভীবাজারের সন্তান সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তসিবা বেগমের কণ্ঠে আঞ্চলিক ভাষায় একটি ভিন্ন রকম প্রেমের গান। গানটির কথা লিখেছেন রামাচরণ, এবং ‘পুরা জগতও জানে তুমি আমায় বাসো ভালা’ শিরোনামের গানটির সুর করেছেন আকাশ মাহমুদ।

শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে বছরের শেষ ইত্যাদি।

তসিবার প্রথম মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল ইত্যাদির মাধ্যমেই। গত ৩০ জুলাই শুক্রবার প্রচারিত মেট্রোরেল ডিপোতে ধারণকৃত ইত্যাদিতে সংগৃহীত কথা ও সুরে সিলেটের একটি আঞ্চলিক বিয়ের গান নতুন ভাবে উপস্থাপন করা হয়। তখন গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সিলেটের আলোচিত শিল্পী তসিবা। গানটির র‍্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। গানটি ইত্যাদিতে প্রচারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলো এবং সর্বস্তরেই এই গানটি প্রশংসিত হয়েছে।

এছাড়াও এই পর্বের ইত্যাদিতে মনিরুজ্জামান পলাশের কথায় ও হানিফ সংকেতের সুরে মৌলভীবাজারের স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীরা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। গানটি মৌলভীবাজারকে নিয়ে লেখা হয়েছে। তাছাড়াও মৌলভীবাজারের মঞ্চে যথারীতি চা বাগানের চা পাতা নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। 
এদিকে, ইত্যাদি’র দর্শকের লেখা নিয়মিত চিঠিপত্র বিভাগে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক হিসেবে পরিচিত বিকুল চক্রবর্তীর কার্যক্রম তুলে ধরে একটি প্রতিবেদন দেখানো হবে। 

ইত্যাদি সম্পর্কে কথা হয় তসিবা বেগমের সঙ্গে। তিনি ডেইলি অবজারভারকে বলেন, ‘মিডিয়া ইন্ডাস্ট্রিজে যাত্রা শুরু হয় ইত্যাদির মাধ্যমে। গত ৩০ জুলাই ইত্যাদিতে দেখানো ‘আমি পালস্ক সাজাইলাম গো’ এই গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ইউটিউবে প্রকাশ করার পর পরই সারাদেশে সাড়া ফেলে দেয়। প্রবাসী শিল্পী মুজা ভাইয়ের কথায় সিলেট থেকে ভাইরাল হওয়া ‘নয়া দামান’ গানটির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তাছাড়া সেলিম চৌধুরীর সঙ্গে ইত্যাদি’তে এটি তার দ্বিতীয় গান। এর আগে বিটিভিতে সেলিম চৌধুরীর সঙ্গে একটি দুয়েট গান করেছিলেন।’

-আরএ/এমএ


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close