প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে বাবার মতোই সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাটোর-৪ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ও কন্যা কোহেলী কুদ্দস মুক্তি ও বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ এক ডজন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা।
অপরদিকে, বিএনপিতে একাধিক নেতার নাম শোনা গেলেও নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না তাদের। এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী ও ভোটাররা।
প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, 'রাজনীতির হাতেখড়ি পরিবার ও বাবার হাত ধরেই। বাবার অনুপ্রেরণায় দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রাম, নিপিরীত মানুষের সেবা ও ভাগ্যন্নোয়নে কাজ করে চলছি। এই মাটির সন্তান হিসেবে বাবার মতোই সবসময় মানুষের পাশে ছিলাম এবং থাকবো। আমি মনে করি শেখ হাসিনার অভুতপূর্ব উন্নয়নে জনগণ রাষ্ট্রক্ষমতায় তাঁকেই দেখতে চান।'
শোভন বর্তমানে নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
আব্দুল কুদ্দুসের মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও নাটোর জেলা আ'লীগের সদস্য এ্যডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, 'প্রধানমন্ত্রীর উন্নয়ন-অগ্রযাত্রার কথা তুলে ধরে মানুষের কাছে নৌকার জন্য ভোট চাচ্ছি। সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী, যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন, শতভাগ বিদ্যুতায়ন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, বঙ্গবন্ধু রেল সেতু, উড়াল সড়ক, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষের আর্থসামাজিক অভুতপূর্ব উন্নয়ন ঘটেছে।'
এ জন্যই এ দেশের সাধারণ জনগণ জননেত্রী শেখ হাসিনার উপরই আস্থা রাখবেন বলে তিনি আশাবাদী।
বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুরের তিন বারের আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা, উপজেলা চেয়ারম্যান ও পৌর আ'লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু ও বড়াইগ্রামের বনপাড়া পৌর আ'লীগের সভাপতি ও তিন বারের পৌর মেয়র কে এম জাকির হোসেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, 'গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত রেয়েছে। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার জন্যই ভোট করবো। তবে এলাকাবাসী সর্বদা জনপ্রিয় প্রার্থীর দিকে তাকিয়ে আছে।'
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, 'সারাদেশের ন্যায় গুরুদাসপুর-বড়াইগ্রামেও আওয়ামী লীগের উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে।'
কোনো সুযোগ সন্ধানী নেতাকে নয়, পরীক্ষিত নেতাকে নৌকা প্রতীক দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অপরদিকে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ বলেন, 'মাঠে আমাদের পর্যাপ্ত ভোট রয়েছে। তবে এই জুলুমবাজ গণতন্ত্র হরণকারী ফ্যাসিবাদী সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব কি না সন্দেহ রয়েছে। তবে আমাদের বিএনপির নীতিনির্ধারকরা যে নির্দেশনা দেবেন সেটাই আমরা পালন করতে বদ্ধপরিকর। এখন সেই নির্দেশনার অপেক্ষায় রয়েছি।'
মাঠে বিএনপির তেমন তোরজোর না থকেলেও এলাকার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে একাধিক প্রার্থীর নাম।
আব্দুল আজিজের পাশাপাশি গুরুদাসপুরের বিএনপির প্রয়াত সংসদ সদস্যের ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা রঞ্জু, বড়াইগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নুর কচির প্রমুখ।
এছাড়াও, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবুল কাশেম সরকার, আলাউদ্দিন মৃধা এবং জামায়াতে ইসলামির আব্দুল হাকিমকে প্রচারণায় দেখা যাচ্ছে।
-এমএ