স্ত্রী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
Published : Wednesday, 2 October, 2024 at 4:44 PM Count : 439
পটুয়াখালীর দশমিনায় দ্বিতীয় স্ত্রী হত্যা মামলায় ৫ নং বহরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগকে (৩৩) জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) দুপুরে দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সমির মল্লিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে স্বেচ্ছায় হাজির হয়ে আদালতে জামিনের প্রার্থনা করেন দীর্ঘদিন পলাতক থাকা ওই মামলার প্রধান আসামী সোহাগ। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাড. আবু তাহের।
জানা যায়, গত বছরের ৫ নভেম্বর বেলা ১ টার দিকে উপজেলা সদরের নলখোলা এলাকায় সোহাগের ভাড়া ফ্ল্যাটের বাথরুম থেকে দ্বিতীয় স্ত্রী মৌসুমী আক্তার দুলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন। বিষয়টিকে সোহাগ ও সোহাগের পরিবারের সদস্যরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাবী করলেও নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে জানায়। পরে এ ঘটনায় নিহত দুলুর বড় ভাই মনিরুজ্জামান বিপ্লব বাদী হয়ে সোহাগকে প্রধান আসামী করে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোট ৬ জনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে ওসি দশমিনাকে এজাহার গণ্যের নির্দেশ দেন। এরপর থেকেই পলাতক রয়েছে সোহাগ। বুধবার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগকে অপসারণ করে দশমিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধূরীকে উপজেলার ৫ নং বহরমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দেন।
এসটি/ এসআর