For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বৈষম্যবিরোধী আন্দোলনে এক মায়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার

Published : Wednesday, 14 August, 2024 at 3:16 PM Count : 283

দরিদ্র পরিবারের সন্তান নাজমুল হোসেন (২৫)। তার রিকশাচালক বাবা হামিদুল ইসলাম হাইদুল এক বছর আগে মারা গেছেন। তখন মা গোলেনুর বেগম ঠিক ভাবে সংসার চালাতে পারছিলেন না। এ পরিস্থিতিতে সংসারের হাল ধরেন নাজমুল। শুরু করেন গার্মেন্টসের চাকরি। 

এরই মধ্যে দেশ উত্তাল হয়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এই আন্দোলনে নাজমুলও অংশগ্রহণ করেন। সেখানেই পুলিশের গুলিতে আহত হন তিনি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন নাজমুল।

নিহত নাজমুল ইসলামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে। বুধবার সকালের দিকে নাজমুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, নাজমুলের কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন তার মা গোলেনুর। ছেলে হারানোর শোক আর সংসার চালানোর চিন্তায় যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে তার। কান্না করতে করতে হঠাৎ মূর্ছা যাচ্ছেন তিনি। কোনো ভাবেই থামাছে না এই মায়ের আর্তনাদ। এমন ভাবে ছেলের লাশ দেখতে হবে তা কখনও ভাবেননি তিনি। 

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করছিলেন নাজমুল হোসেন। সারাদেশ যখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে উত্তাল, তখন নাজমুল হোসেনও এই আন্দোলনে যোগ দেন। এরই মধ্যে গত ০৪ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন নাজমুল। গুলি তার পেটের ভেতর লাগে। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যার পর মারা যায় নাজমুল। এরপর ধার-দেনা করে তার লাশ গ্রামের বাড়িতে আনা হয়। শনিবার (১০ আগস্ট) সকালে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। 
সোমবার (১২ অগাস্ট) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক শোকাহত পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেন। সেই টাকা দিয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) শহীদ নাজমুল হোসেনের রুহের মাগফেরাতের জন্য দোয়া-মাহফিলের আয়োজন করেন স্বজনরা।  

নিহত নাজমুল হোসেনের মা গোলেনুর বেগম কান্নাজড়ি কণ্ঠে বলেন, আমার চার শতক বসতভিটা ছাড়া আর কোনো সহায়-সম্বল নেই। একমাত্র ছেলে ছিল নাজমুল। বাবাহারা দু’মেয়েকে অতিকষ্টে বিয়ে দিয়েছি। স্বপ্ন ছিল- ছেলেটা চাকরি করে সংসারে স্বচ্ছলতা ফেরাবে। এরই মধ্যে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়। এখন আমার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। এখন কীভাবে জীবিকা নির্বাহ করব, সেই চিন্তায় নির্ঘুম রাত কাটছে।  

তিনি আরও বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয় মার্যাদা দিতে হবে। তাদের পরিবারের খোঁজখবর নেওয়াসহ সহযোগিতা করতে হবে। 

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বলেন, নিহত নাজমুল হোসেনের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও পরিবারটির খেয়াল রাখা হবে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,