লেবাননের শান্তিরক্ষীরা স্ব স্ব অবস্থানে রয়েছে: জাতিসংঘ
Published : Saturday, 5 October, 2024 at 6:32 PM Count : 132
ইসরাইলের অনুরোধ সত্ত্বেও লেবাননের দক্ষিণে অবস্থানরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদের অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে ইউএনআইএফআইএল (লেবাননে নিযুক্ত জাতিসংঘের শন্তিরক্ষী বাহিনী) ।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, 'ইউএনআইএফআইএল জানিয়েছে- ৩০ সেপ্টেম্বর ইসরাইলের সামরিক বাহিনী থেকে জানানো হয় তারা লেবানোনের অভ্যন্তরে কিছু জায়গা দখলে নেবে, সে জন্য আমাদেরকে অন্যত্র সরে যেতে বলে।'
কিন্তু আমরা কোনো জায়গা থেকে সরে যায়নি, প্রত্যেকটা স্পট যেখানে আমরা আগে থেকেই ছিলাম, সব জায়গায় আমাদের বাহিনীর সদস্যরা আছেন এবং জাতিসংঘের পতাকা উড়ছে। একইসঙ্গে প্রতিনিয়ত নিজেদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি যেকোনো ধরনের অস্বাভাবিক ঘটনা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত লেবাননের স্বশস্ত্র সংগঠন হিজবুল্লাহ'র বিরুদ্ধে ইসরাইল তাদের অভিযান জোরদার করেছে। এই অভিযানে এখনো পর্যন্ত ১১০০ এর উপরে মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। যা দেশটির জন্য একটি বড় ধাক্কা।
এর আগে এই সপ্তাহের শুরুর দিকে ইসরাইল লেবাননের দক্ষিণ অংশে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছিলো।
ইসরাইল এবং লেবানন উভয়পক্ষকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নং প্রস্তাবকে মেনে চলতে আহ্ববান জানিয়েছে ইউএনআইএফআইএল।
তারা বলেছে, এই প্রস্তাবকে এই অঞ্চলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একমাত্র পথ উল্লেখ করে জাতিসংঘ বলছে, শুধুমাত্র কথার মাধ্যমে নয়, বাস্তবিক অর্থে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নং প্রস্তাবটি মেনে চলুন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নং প্রস্তাবে বলা হয়েছে, শুধুমাত্র লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দক্ষিণ লেবাননে মোতায়ন করা যাবে। এই প্রস্তাবটি ২০০৬ সালে ইসরাইল এবং লেবাননের যুদ্ধের প্রেক্ষিতে করা হয়েছিলো।
-এমএ