For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শ্রীপুরে বেহাল সড়কে লাখো মানুষের দুর্ভোগ

Published : Monday, 5 September, 2022 at 10:19 PM Count : 257

গাজীপুরেশ্রীপুরে দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়ন না হওয়ায় এবং সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে গ্রামীণ সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন মাওনা, গাজীপুর ও তেলিহাটি ইউনিয়নের লাখো মানুষ। শিল্প এলাকা ঘেরা এই তিন ইউনিয়ন ঘুরে বেশ কিছু সড়কের বেহাল অবস্থার চিত্র দেখা গেছে।

যদিও কর্তৃপক্ষ বরাবরের মতো বরাদ্দ না পাওয়ার কথা বলছেন। 

শ্রীপুর উপজেলা প্রকৌশল অফিসের দেয়া তথ্য মতে, উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে মোট সড়ক রয়েছে এক হাজার ৬৩০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা সড়ক ৫৭৮ কিলোমিটার, এইচবিবি ৫৩৭ কিলোমিটার, আরসিসি ১০ কিলোমিটার, কার্পেটিং ৫০৬ কিলোমিটার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন এই সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। 

স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হলো মাওনা-ধনুয়া সড়ক। এ সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় ২০টি শিল্প কারখানা। এসব কারখানায় কর্মরত রয়েছেন লাখো মানুষ। দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়ন না হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রায় চার কিলোমিটার সড়কের মধ্যে এক হাজার ২০০ মিটার এলাকায় সড়কের উন্নয়ন কাজ হলেও বাকি অংশ এখন চলাচলের অনুপযোগী। 
উপজেলার অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক জৈনাবাজার-গাজীপুর সড়ক (আনসার রোড)। কয়েক যুগ এই সড়কে ইট বিছিয়ে উন্নয়ন করা হলেও এখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। এই সড়কের গুরুত্বপূর্ণ অংশে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। 

তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় এমসি বাজার মাজমআলী মোড়-গোদার চালা মুক্তিযোদ্ধা মোড় সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা ব্যবহারের অনুপযোগী। দেওয়ানের চালা-গোদারচালা সড়কের এক কিলোমিটার, মাওনা চৌরাস্তা-নোভা পোলট্রি সড়ক ও  শ্রীপুর ডিবি রোড থেকে শফিক মোড় হয়ে চেয়ারম্যান বাড়ি সড়ক, এ এস এম ক্যামিকেল গেট থেকে ছাতিরবাজার সড়কও বেহাল। 

এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সড়কের উভয় পাশে বেশ কয়েকটি সংযোগ সড়ক বেহাল হয়ে পড়ায় মানুষ ও শিল্প কাখানার পণ্য পরিবহনে ভোগান্তি তৈরি হয়েছে। 

গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর বলেন, 'আমার ইউনিয়নের গ্রাম পর্যন্ত শিল্প কারখানা ছড়িয়ে গেছে। সে অনুযায়ী সড়কের উন্নয়ন নেই। শিল্প কারখানার শ্রমিকদের আসা যাওয়া ও কারখানার পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দ্রুত রাস্তার সংস্কার ও উন্নয়ন না হলে মানুষের ক্ষোভ আরও বাড়বে।'

আজুগীচালা গ্রামের মহিদুল আলম চঞ্চল বলেন, 'আমাদের এলাকায় আনসার রোডটি বহু পুরানো। গাজীপুর গ্রাম ও আশপাশের গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এ সড়কটি ব্যবহার করে আসছে। গত দুই বছর আগে সড়কের কালর্ভাটটি ভেঙ্গে যাওয়ায় এখন আর যানবাহন চলে না। সড়কের এক কিলোমিটার এলাকার উন্নয়ন হলে কয়েক হাজার গ্রামবাসীর দুর্ভোগ কমতো। এছাড়াও মাওনা-ধনুয়া সড়কের নতুনবাজার থেকে ফকিরমার্কেট পর্যন্ত সড়ক বেহাল হয়ে পড়েছে।' 

তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, 'বেশ কিছুর রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ছোট ছোট সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি। বড় সড়কগুলো দেখার দায়িত্ব এলজিইডির।'

উপজেলা প্রকৌশল অফিস জানায়, শিল্প কারখানাসমৃদ্ধ এ উপজেলায় বেশ কিছু সড়ক খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনো অনেক সড়কই আইডিভুক্ত করা হয়নি। আইডি ছাড়া কোন সড়কের কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও শিল্প কারখানার ভারী যানবাহন ও মাটি, বালু বোঝাই ডাম্প ট্রাক অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত করছে। 

শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান বলেন, 'এ মুহুর্তে আমাদের সংস্কারের কোন বরাদ্ধ নেই। এছাড়াও বেশ কিছু সড়ক আইডিভুক্ত করতে প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারি বরাদ্ধ না এলে আমাদের কিছুই করার নেই।'

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, 'সড়কগুলোর বিষয়ে খোঁজ নেয়া হবে। আমরা বেশ কিছু সড়ক সংস্কারের জন্য তালিকা করছি। দুর্ভোগ লাগবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।' 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,