শ্রীনগরে ঘরের তালা ভেঙ্গে লুট পাট ও মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
Published : Saturday, 31 December, 2022 at 9:38 PM Count : 294
শ্রীনগরে রাতের আধারে ঘরের তালা ভেঙ্গে লুট পাট ও মারধরের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক নারী।
শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামের জুলেখা বেগম নামের ওই নারী শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন।
এসময় জুলেখা বেগম বাঘড়া ইউনিয়ন পরিষদের সদস্য আঃ ছালামের বিরুদ্ধে মামলা না নেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জকে দোষারোপ করেন।
বাঘড়া এলাকার সূর্য মিয়ার স্ত্রী জুলেখা বেগম লিখিত বক্তব্যে বলেন, গত ১০ ডিসেম্বর তার ঘরে তালা দিয়ে ছোট মেয়েকে নিয়ে পাশ্ববর্তী বড় মেয়ের ঘরের ৫ মাস বয়সী অসুস্থ নাতিকে দেখতে যান। রাত ১১টার দিকে বাঘড়া ইউনিয়ন পরিষদের সদস্য আঃ ছালামের নেতৃত্বে একই এলাকার সবুজ, সজিব, সোহাগ ও বিজয়সহ অজ্ঞাত নামা কয়েকজন জুলেখা বেগমের ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে তার ঘরে রাখা লোহার ট্রাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নেয়। টের পেয়ে জুলেখা বেগমের ভাই মজিবুর ও ভাতিজি লিমা তাদের ঘরের দরজা খুলে বাইরে এসে দুর্বৃত্তদেরকে আটকানোর চেষ্টা করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে লিমার মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
‘পরে স্থানীয়রা লিমাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।’
জুলেখা বেগম আরো বলেন, চিকিৎসা শেষে মামলা করার জন্য শ্রীনগর থানায় আসলে থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। ছালাম মেম্বার বাঘড়ার আলোচিত ফাইভ মার্ডার মামলায় এক যুগ জেল হাজতে ছিল। তার বিরুদ্ধে এলাকায় খুন, ডাকাতি, জুয়ার বোর্ড চালানো সহ আইন বিরোধী কর্মকান্ড চালানোর অভিযোগ উঠেছে।
জুলেখা বেগম সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে বাঘরা ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, মজিবর ও আশরাফ আলী দুই ভাইয়ের মাঝে পারিবারিক দ্বন্দ্ব লাগে। তাদের কথা কাটাকাটি ও ঝগড়াঝাঁটির একপর্যায়ে মজিবরের লাঠি দিয়ে আশরাফ আলীর উপর আঘাত করতে গেলে তার ভাতিজির মাথায় লেগে মাথা ফেটে যায়। আশরাফের স্ত্রী আমাকে সেখানে বিরোধ মীমাংসার জন্য ডাকে নিয়ে যায়। উভয়পক্ষকে ধমক দিয়ে আসি আর মারামারি করতে নিষেধ করে আসি। এর জের ধরে মজিবরের বোন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছে।
এ বিষয়ে জানতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের মুঠোফোন কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এলএ/এসআর