For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে বন্ধ হচ্ছে না অবৈধ প্রসাধনী উৎপাদন

Published : Tuesday, 16 August, 2022 at 2:41 PM Count : 101

রাজশাহীর পুঠিয়ায় যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে উঠছে প্রসাধনী কারখানা। আর ওই কারখানা মালিকরা দেশি-বিদেশি নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করে বাজারজাত করছে।

স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট দফতরগুলো বছরে এক-দুবার ওই কারখানাগুলোতে অভিযান চালায়। সে সময় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ ও কারখানা মালিকদের নামমাত্র জেল জরিমানা করে চলে যায়। কিন্তু পরেরদিন থেকেই কারখানাগুলোতে আবারও অবৈধ প্রসাধানী উৎপাদন শুরু করে।

এদিকে, অবৈধ ওই কারখানায়গুলো বন্ধ করতে গত প্রায় ৬ বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নির্দেশ দেয়া হয়। তবে নিদের্শনা থাকলেও রহস্যজনক কারণে তার বাস্তবায়ন হয়নি।

জানা গেছে, গত দেড়যুগে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত দুই ডজন প্রসাধনী কারখানা গড়ে উঠেছে। আর সেই কারখানাগুলোতে দেশি-বিদেশি নামিদামি কোম্পানির মোড়কে নকল ও ভেজাল প্রসাধনী উৎপাদন করছে। যা মানব দেহের ক্ষতিকারক বিভিন্ন উপাদান ব্যবহার হচ্ছে। যার বেশির ভাগ কারখানার অনিয়মগুলো প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা যথাযথ দফতরে সুপারিশ করেন।
এদিকে, এ সকল ভেজাল ক্রিম কারখানা নিয়ন্ত্রণে গত ২০১৭ সালের ১৬ মে প্রধানমন্ত্রী কার্যালয়ের তৎকালীন যুগ্ম সচিব ফরিদ আহম্মদ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। পরে একই পরিপত্রটি জেলা প্রশাসক এবং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়। ওই পত্রে ১২টি ভেজাল ও অবৈধ ক্রীম কারখানার নাম উল্লেখ করা হয়। এগুলো হচ্ছে - মর্ডাণ হারবাল, রুপসী গোল্ড, মেডনা স্পট ক্রিম ও হারবাল, চ্যালেঞ্জার হারবাল ও প্রসাধনী, ডিজিটাল হারবাল, সীনা স্পট ক্রিম, রোমাঞ্চ হারবাল ও স্পটক্রীম, ডায়মন্ড স্পট ক্রিম, ঝিলিক সলিসন, লাউস স্টার গোল্ড ও আইকন হারবাল, লাকি সেভেনস্পট ক্রিম এবং জ্যোতি বিউটি হারবাল।

ওই পত্রে আরো উল্লেখ করা হয়, ক্রীম কারখানার মালিকরা বিএসটিআই কর্তৃক নামমাত্র দু-একটি পণ্য উৎপাদনের অনুমোদন নিয়েছেন। অথচ কারখানার মালিকরা অতি গোপনে সেখানে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামে অবৈধ ও অতি নিন্মমানের প্রসাধনী উৎপাদন করে বাজারজাত করছেন।

পরিপত্রে উল্লেখ করা হয়, কারখানার মালিকরা মানব দেহের ক্ষতিকারক স্টিলম্যান, টিয়ারিক এসিড, আইসোপ্রোপাইল, মাইরিস্টড ও সাধারণ পানির মিশ্রণে রং ফর্সাকারী ক্রীম ও বিভিন্ন প্রসাধনী তৈরি করছেন। এ সকল পণ্য ক্রয় করে বিভিন্ন বয়সী নারীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হোন।

আরো বলা হয়, স্থানীয় পুলিশ-প্রশাসনসহ রাজনৈতিক নেতারা প্রসাধনী কারখানার মালিকের নিকট থেকে সুবিধা নিয়ে আসছে। যার কারণে ওই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, যেখানেই ভেজাল প্রসাধনী উৎপাদন করা হয়, সেখানেই আমরা অভিযান চালাচ্ছি। আর ওই কারখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,