For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চলনবিলের ভ্রাম্যমাণ শ্রমিকের হাটে মানুষের ঢল

Published : Saturday, 12 November, 2022 at 3:43 PM Count : 170

নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজারসহ অনেকগুলো শ্রমিকের ভ্রাম্যমাণ হাট গড়ে উঠেছে। এ হাটে কোনো পণ্য বিক্রি হয় না, শুধু বিক্রি হয় মানুষের শ্রম। শ্রমিকের এ হাটের বয়স প্রায় কুড়ি বছর। 

চলনবিল অঞ্চলের নয়াবাজার শ্রমিকের হাটসহ বিভিন্ন হাট ঘুরে দেখা যায়,  হাটজুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব হাটে শিশু শ্রমিকদের কদর বেশি। কারণ এসব শ্রমিকদের মজুরি কম এবং কাজও বেশি করে। 

কার্তিক-অগ্রাহায়নে চলনবিলজুড়েই শুরু হয় আমন ধান কাটা আর রসুন রোপণের কাজ। তাই কৃষক ও শ্রমিকরা নিজেদের প্রয়োজনেই ছুটে আসেন শ্রমিকের হাটে। সেখানে মালিকরা শ্রমিকদের দরদাম শেষে  চুক্তিবদ্ধ  করে নিয়ে যান নিজেদের কাজে। মালিকরা  ইচ্ছে মতো ক্রয় করতে পারেন শ্রমিক। কারণ হাজারো শ্রমিক দেশের নানা প্রান্ত থেকে শ্রম বিক্রি করতে আসেন চলনবিল অধ্যুষিত এই হাটগুলোতে। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে নিম্ন ও মধ্যবিত্তের মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। নিজেদের জীবন-জীবিকার তাগিদেই এসেছেন শ্রম বিক্রি করতে। কেউ স্বামী হারা অসহায় নারী শ্রমিক, কেউবা আবার বাপ-মা হারা অনাথ শিশু। বৃদ্ধরাও রয়েছেন এসব দলে।
 
গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, অপেক্ষা কৃত তরুণ তরুণীদের মজুরি কম এবং কাজের গতি বেশি হওয়ায় ৫ জন তরুণ কৃষি শ্রমিক নিলাম। প্রতিদিন মজুরি হিসেবে দিতে হবে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। এ বছর ৮ বিঘা জমিতে রসুন লাগিয়েছি। যখন প্রয়োজন হয় তখন নয়াবাজার শ্রমিক হাট থেকেই শ্রমিক নিয়ে যাই।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোররাত থেকে শ্রমিক আর গৃহস্তদের আনাগোনা শুরু হয়। সকাল ৯টার মধ্যেই আবার হাট ভেঙে যায়। কুয়াশা উপেক্ষা করে ভোর থেকে বাসের ছাদ, ট্রাক ও ইঞ্জিনচালিত নছিমন-করিমনে করে দল বেঁধে শ্রমিকেরা কাজের সন্ধানে আসেন। হাট শুরু হলেও বয়স্ক শ্রমিকদের কদর কম হওয়ায় সকাল ৮টা থেকে ৯ টা পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায় তাদের। ভাগ্য সহায় হলে কম মূল্যেই যেতে হয় মালিকের বাড়িতে আর না হলে ফিরে যেতে হয় নিরাশ হয়ে। এ সবের কারণে অনেক বৃদ্ধ শ্রমিকের কপালে চিন্তার ভাঁজও দেখা যায়।
কৃষকের চাহিদা আর অনুসারে উপজেলার কাছিকাটা, হাজিরহাট, নয়াবাজার, তাড়াশ ও বড়াইগ্রামের কিছু পয়েন্টে নেমে পড়েন এই শ্রমিকেরা। দরদাম করে মজুরি নির্ধারণ করে চাহিদামতো শ্রমিক নিয়ে যান কৃষকেরা।

পাবনার ভাঙ্গুরা থেকে আসা বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা গেছে, শারীরিক সামর্থ্য অনুযায়ী একজন পুরুষ শ্রমিক গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা পান। তবে একজন নারী শ্রমিক মজুরি পান ৩০০ থেকে ৩৫০ টাকা। শিশু শ্রমিকরা পান ২০০ থেকে ৩০০টাকা করে।

সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁ থেকে আসা কয়েকজন শ্রমিক জানান, ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া দিয়ে তারা কাজের আশায় এ হাটে আসেন। কারণ কাজ পেলেই ওই দিন তাদের দুবেলা খাবার জোটে। কাজ না পেলে অনাহারে অর্ধাহারে কাটে  দিন।

অনামিকা দাস নামের এক নারী শ্রমিক বলেন, তাঁর স্বামীও দিনমজুর ছিলেন। তবে স্বামী অসুস্থ হওয়ায় তাঁর কাঁধেই এখন পুরো সংসারের দায়িত্ব। তার সঙ্গে ওই গ্রামের আরও ১০ নারী শ্রমিক এসেছেন কাজের সন্ধানে। কিন্তু পুরুষ শ্রমিকের সমান কাজ করলেও মজুরী অর্ধেক।
শ্রমিকনেতা দুলাল শেখ বলেন, বছরের এ সময় সাধারণত অনেক এলাকায় কাজ থাকে না। ফলে স্বল্প আয়ের মানুষেরা মিলে দল গঠন করে এ হাটে আসেন তারা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে স্থানীয় শ্রমিকদের দিয়েই আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ হতো। ২০০৫ সালের দিকে চলনবিলজুড়ে বিনা হালে রসুনের আবাদ শুরু হলে বাড়তি শ্রমিকের চাহিদা দেখা দেয়। এদিকে চলনবিলে উন্নত যোগাযোগব্যবস্থার কারণে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, নওগাঁ,পাবনার চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাসহ দেশের নানাপ্রান্ত থেকে এসকল হাটে শ্রমজীবী মানুষ দল বেঁধে আসেন শ্রম বিক্রি করতে। এবছর হাটে প্রচুর শ্রমিক থাকায় সহজেই শ্রমিক পাচ্ছি।

ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মতিন বলেন, দীর্ঘ কুড়ি বছর যাবত তাঁর ইউনিয়নের নয়াবাজারে শ্রমিকের হাট বসছে। ধান কাটা ও রসুন রোপণের সময় এ হাটে প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ হাজার শ্রমিকের সমাগম ঘটে।  যা চলনবিলের নানাপ্রান্তে চলে যায় কাজ করতে। 

এমএ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,