For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাসিক মেয়রের দফতরে আসা উড়োচিঠি নিয়ে হুলস্থুল

Published : Saturday, 1 October, 2022 at 1:50 PM Count : 92

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের দফতরে আসা এক উড়োচিঠি নিয়ে হুলস্থুল পড়ে গেছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমানের নামে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

এ চিঠি পেয়ে ভীষণ চটেছেন মেয়র। তবে চেয়ারম্যান বলছেন, চিঠিটি ভুয়া। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই উড়োচিঠি পাঠিয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, আপনার সঙ্গে আমাকে দেখা করার জন্য গেটে অপেক্ষা করতে হবে! আপনার কাছে সময় চাইতে হবে? বিষয়টি কল্পনা করা আমার জন্য দুরহ। আপনি জানেন কি আমার জা শ্বশুড়ি এমপি। আমার আওয়ামী পরিবারে জন্ম। ভবিষ্যতে আমিও এমপি বা মন্ত্রী হতে পারি। গাজীপুরের ও কাটাখালীর মেয়রের দিকে তাকান। বর্তমানে তাঁদের কি অবস্থা?’

এই চিঠি পাওয়ার পর ভীষণ চটেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সিটি করপোরেশন বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। এরপর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে ব্যাখাও চেয়েছিল। ব্যাখায় বোর্ড চেয়ারম্যান বলেছেন, ওই চিঠি ভুয়া। কে বা কারা তাঁর নামে ওই চিঠি পাঠিয়েছে মেয়রের কাছে।
জানা গেছে, গত ১৮ জুলাই ওই চিঠিটি মেয়রের দফতরে পৌঁছে। এরপর সিটি করপোরেশন থেকে চিঠিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহুরুল ইসলাম ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি পাঠান।

এই চিঠিতে বলা হয়, মেয়র খায়রুজ্জামান লিটন একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন ব্যক্তি। তাছাড়া, তিনি বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সরকারী কর্মচারীর নিকট থেকে এ ধরনের পত্র অবলোকন করেননি। অত্যন্ত সম্মানজনক পদে অধিষ্ঠিত থেকে রাষ্ট্রীয় মর্যাদার প্রতি উদাসীন এবং ঔর্দ্ধত্যপূর্ণ মন্তব্য দিয়ে এমন পত্র লেখন চরম অসাদচরণ মর্মে প্রতিয়মান হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয়/আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশন থেকে চিঠি দেয়া হয়েছে। তাই বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য এ চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়।

এরপর শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিষয়ক শাখার উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ গত ২২ সেপ্টেম্বর এক চিঠিতে এ বিষয়ে ১০ দিনের মধ্যে শিক্ষা বোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে ব্যাখা চান। শিক্ষা বোর্ড চেয়ারম্যান ব্যাখাও দিয়েছেন। এর আগে গত ২৬ জুলাই তিনি একটি চিঠি দিয়ে মেয়র খায়রুজ্জামান লিটনকেও ভুয়া চিঠির বিষয়টি অবহিত করেছেন।

চেয়ারম্যান চিঠিতে বলা হয়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমাননের অনুরূপ (জাল/স্ক্যান) স্বাক্ষরে একটি আপত্তিকর পত্র রাজশাহী সিটি করপোারেশনের মেয়রের কাছে পাঠানো হয়। চিঠিতে রাজশাহী শিক্ষা বোর্ডের কোন স্বারক নম্বর ব্যবহার করা হয়নি। চিঠিটি উপশহর পোস্ট অফিস থেকে পোস্ট করা হয়েছে, যা মেয়রের দফতর থেকে বোর্ড চেয়ারম্যান জেনেছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সমস্ত অফিসিয়াল চিঠি বোর্ড সংলগ্ন জি.পি.ও-৬০০০ থেকে পোস্ট করা হয়।

চিঠিতে যে ধরণের প্যাড এবং ফরমেট ব্যবহার করা হয়েছে তা রাজশাহী শিক্ষা বোর্ডের কোন দাফতরিক পত্রে ব্যবহার করা হয় না। মেয়রের কাছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য কে বা কারা এই স্মারকবিহীন পত্রটি উপশহর পোস্ট অফিসে পোস্ট করেছে। বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড বিব্রত এবং তা তদন্তের দাবী রাখে। ওই চিঠির সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কোনরূপ সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে শিক্ষা বোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমান একই কথা বলেছেন। তিনি বলেন, চিঠির যে ভাষা সেটা একজন স্বাভাবিক মানুষ লিখবে না। এটা একটা ভুয়া চিঠি। মেয়রের কাছে আমাকে খারাপ করতে কোন চক্র চিঠিটা পাঠিয়েছে। বিষয়টা মেয়র মহোদয়কে জানিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়কেও আমি ব্যাখা দিয়েছি। এখন কে বা কারা কেন এই চিঠি পাঠালো, সেটা তদন্ত করে দেখা হোক।

আরএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,