For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পাঠাগারের বই চুরি, থানায় অভিযোগের পর ফের চুরি

Published : Thursday, 12 May, 2022 at 1:12 PM Count : 516

পঞ্চগড়েদেবীগঞ্জে পাঠাগার থেকে চুরি হয়ে গেছে আনুমানিক ৯৫ হাজার টাকার বই। সেই সঙ্গে চুরি হয়েছে জানালার গ্রিল, কপাট, চেয়ার-টেবিলসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল। থানায় অভিযোগ দিলেন পাঠাগার কর্তৃপক্ষ।

অভিযোগের কোন সুফল তো পাওয়াই গেল না বরং সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযোগ দেওয়ার পাঁচ দিন পর গত রোববার (০৮ মে) একই পাঠাগারে আবারও চুরি করলো চোরেরা। এবার চুরি হয়ে যাওয়া মালামালের মূল্যে প্রায় ৫৭ হাজার টাকা। 

ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঠাগার সংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী।

দেবীগঞ্জ পৌর সদরের অবস্থিত উপজেলা কল্যাণ সমিতির পাঠাগারে এ ঘটনা ঘটে। 
এ এলাকায় ছিচকে চোর, মাদকসেবী আর মাদক বিক্রেতার কারণে অতিষ্ঠ এলাকাবাসী। মাদকসেবীদের দৌরাত্ম্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে ভীতি কাজ করছে।

বাসা-বাড়ি, মসজিদ, ঈদগাহ মাঠের পর এবার পাঠাগারও নিস্তার পায়নি মাদকসেবী ও ছিচকে চোরদের হাত থেকে। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান।

গত কয়েক মাসের মধ্যে ঈদগাহ মাঠের গ্রিল, নির্মাণাধীন গম্বুজের লোহার তৈরি ফ্রেমসহ বাসা-বাড়িতে ব্যবহৃত পানির পাম্প, ওয়ারিংয়ের তার, বাল্ব, সাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, মাস দুয়েক আগে চৌরস্তা মোড় থেকে আমার সাইকেল হারিয়ে গেলে থানায় যাই। এলাকাটি সিসি ক্যামেরার আওতায় থাকায় ভেবেছিলাম সহজেই চোর শনাক্ত করা যাবে। পরে নিজে বাইরে থেকে মনিটর সংগ্রহ করে থানায় এনেও শেষ পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পাইনি। পরে ফুটেজ দেখার জন্য এসপি অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। নিরাপত্তা বেষ্টনীতে থেকেও আমরা নিরাপদ নই।

দেবীগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক, উপজেলা কল্যাণ সমিতির পাঠাগারের সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী জানান, প্রথমবার বইসহ আসবাবপত্র চুরি যাওয়ায় আইনের আশ্রয় নেওয়ার কয়েকদিন পর যা অবশিষ্ট ছিল তার প্রায় সবই চুরি হয়ে গেছে। মাদকসেবীদের জন্যই চুরির উৎপাত বেড়েছে। আমরা শীঘ্রই মাদক ও চুরির বিরুদ্ধে সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে নাগরিক উদ্যোগের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো বলে পরিকল্পনা করেছি।

দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিক বলেন, আজ নাগরিক সমাজের প্রতিনিধি দল মাদক ও চুরিসহ আরও কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে দেখা করেছেন। আমরা বৃহস্পতিবার উপজেলা হলরুমে সুধী সমাজের অংশগ্রহণে পুলিশ ও প্রশাসনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আশা করছি সমন্বিত উদ্যোগ নিলে মাদক ও চুরি নির্মূল করা যাবে।

দেবীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জামাল হোসেন ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

থানার সেকেন্ড অফিসার রাশীদুল আলম চৌধুরী জানান, পাঠাগারে চুরির বিষয়টি নিয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

-এইচসি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,