For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

চিরিরবন্দরে ২ পা বিশিষ্ট বাছুরের জন্ম

Published : Sunday, 20 November, 2022 at 7:17 PM Count : 216

দিনাজপুরেচিরিরবন্দরে দুই পা বিশিষ্ট একটি বাছুর জন্ম নিয়েছে। জন্ম নেওয়া বাছুরটির পেছনের দুটি পা নেই। শুধুমাত্র সামনের দুটি পা নিয়েই জন্মগ্রহণ করেছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে বাছুরটিকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা।

গত শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর এলাকার দুলাল হোসেনের বাড়িতে এ বাছুরটি জন্ম নেয়। দুই পা নিয়ে দাঁড়াতেই পারছে না বাছুরটি।

দুই পায়ের বাছুর দেখতে আসা প্রতিবেশি আশরাফ আলী বলেন, ‘দুই পা-ওয়ালা বাছুর আমি আগে কখনো দেখিনি। যখন শুনলাম এখানে দুই পা-ওয়ালা গরুর বাছুর হয়েছে, তখন দেখার জন্য এলাম।’
গরুর মালিক দুলাল হোসেন বলেন, বাছুরটি দুই পা নিয়ে জন্মেছে। লাল রঙ্গের বাছুরটি চারটি পায়ের মধ্যে পেছনের দুটি পা নেই। আবার লেজ ও একটি কান খুব ছোট আকৃতির। তবে নাক, চোঁখ ঠিক থাকলেও মুখ একটু বাঁকা। জিহ্বা স্বাভাবিকের চেয়ে বড়। বাছুরটি দেখার জন্য অনেক দূর-দূরান্ত থেকে লোকজন দেখতে আসছে। আমি তো কাউকে আসার জন্য মানাও করতে পারছি না। তবে বাছুরটি বর্তমানে অসুস্থ্য আছে। মায়ের দুধ খাচ্ছে না। বোতলে করে খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রজনন) মো. সাদ্দাম হোসেন বলেন, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কনজেনিটাল এনোমালিস। এটা একটা জিনগত সমস্যা। আমাদের শরীরের সব কিছুর জন্য কোন না কোন জিন দায়ী। তেমনই বাছুরটির পেছনের পা বৃদ্ধির জন্য যে জিন দায়ী, সেই জিনটির কোন সমস্যা থাকায় ভ্রুণ অবস্থায় বাছুরটির পায়ের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি। সৃষ্টিকর্তার উপরে কারো হাত নেই। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব। 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,