For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শিবচরে মা ও ছেলে নির্বাচিত

Published : Friday, 7 January, 2022 at 5:49 PM Count : 500

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুর জেলার শিবচরে পদ্মাপাড়ের একই ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করে মা ও ছেলে দুজনেই নির্বাচিত হয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
 
জানা যায়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন লুৎফুন্নেছা বেগমসহ ৩ জন। আর ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন তারই ছেলে মো. চুন্নু মিয়াসহ ৪ জন। লুৎফুন্নেছা বেগম মাইক প্রতীক ও তার ছেলে চুন্নু মিয়া মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে চুন্নু মিয়া ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াউর ফুটবল প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট।

অপরদিকে সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ২৪৭ ভোট পেয়ে লুৎফুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাছলিমা আক্তার সূর্য্যমূখী ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৩ ভোট। 

পঞ্চম দফার এ নির্বাচনে কাঁঠালবাড়ি ও বন্দরখোলা ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৭৮ জন সাধারন ওয়ার্ড সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন। 

নবনির্বাচিত ইউপি সদস্য চুন্নু মিয়া বলেন, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর উদ্যোগে এবার আমাদের উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীতা উন্মুক্ত ছিল। ফলে সকল প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটারদের মূল্যায়ন ছিল ব্যাপক। প্রশাসনও কঠোর ছিল। জনগণের ভালবাসায় আমি ও আমার মা দুজনেই জয়লাভ করেছি। 
নবনির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড সদস্য লুৎফুন্নেছা বলেন, আমি এর আগেও নির্বাচন করেছি কিন্তু জয়লাভ করতে পারিনি। বয়স অনেক হয়েছে। তাই এটাই ছিল আমার শেষ নির্বাচন। ভোটারদের এটা বোঝাতে পেরেছি। তাই এলাকার সবাই আমাকে ভোট দিয়েছে। প্রতিটি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে আমি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। যতদিন বাঁচবো ততদিন সুখে-দুঃখে জনগণের পাশে থাকবো।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, কোন ধরনের সহিংসতা ছাড়াই বিপুল সংখ্যক ভোটার উপস্থিতিতে শিবচরের নির্বাচনটি সারাদেশে একটি মডেল নির্বাচন। আমরা বিজয়ী মা ও ছেলেসহ সকল প্রার্থীদের অভিবাদন জানাই।

-এসএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,