For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে সওজের কোটি টাকার জমি দখল করে ভবন নির্মাণ

Published : Friday, 7 January, 2022 at 5:35 PM Count : 167

রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক ও জনপদ অধিদফতরের (সওজ) কোটি টাকার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পবা উপজেলার মধুসূদনপুর মৌজায় দীর্ঘ ৪৬ বছর পরে হুট করেই ওই জমির মালিকানা দাবি করে সরকারি জায়গায় ভবন নির্মাণ করছেন আমজাদ আলী নামে এক ব্যক্তি।

রাজশাহী জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এক নথিতে দেখা যায়, ১৯৭৩-৭৪ সালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করে সরকার। এল এ কেস নং ৩৪/৭৩-৭৪ এ জে এল নং ৮৫’র ৩৬৬ দাগে ১৫ শতাংশ জমির ১৫ শতাংশেরই প্রাপ্য মূল্য বুঝিয়ে দেয়া হয় তৎকালীন মালিক রহমান মণ্ডলকে। অধিগ্রহণের ফলে জমির মালিকানা পায় সড়ক ও জনপথ বিভাগ।

কিন্তু মধুসুদনপুর মৌজার সরকারি মালিকানাধীন ওই জমি নিজের দাবি করে অবৈধভাবে দখলে নিয়ে গেল কয়েকদিন ধরে মাটি ভরাটের পর এখন ভবন নির্মাণ করছেন ওই গ্রামের আমজাদ আলী। সরেজমিনে দেখা যায়, সড়ক সংলগ্ন ওই জায়গা মাটি দিয়ে ভরাট করে কংক্রিটের ভিত্তির উপরে মজবুত করে দেয়াল তোলা হয়েছে। এজন্য মহাসড়কের ওপর রাখা হয়েছে নির্মাণ সামগ্রীও।

এদিকে সরকারি জমি দখলের খবর পেয়ে গত ২ জানুয়ারি রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাহিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অবৈধ স্থাপনা অপসারণে আমজাদ আলীকে নির্দেশ দেয়া হয়। এই চিঠির অনুলিপি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও দেয়া হয়েছে। কিন্তু এরপরও ভবন নির্মাণকাজ বন্ধ হয়নি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার ধুরইলের বেসরকারি সার্ভেয়ার নওশাদ আলীর যোগসাজশে আমজাদ আলী সরকারি জমি দখল করেছেন। নওশাদ জমি মেপে দিয়ে আমজাদ আলীকে তা দখলে নিয়ে ইন্ধন যুগিয়েছেন।

যোগাযোগ করা হলে সার্ভেয়ার নওশাদ আলী বলেন, অধিগ্রহণের পর জায়গা পড়ে থাকলে জমির ভোগ দখল ও ব্যহার করতে পারবে পূর্বের মালিক। এজন্য আমি মেপে দিয়েছি।

তবে আমজাদ আলীর সাথে যোগাযোগ করা হলে মালিকানা দাবি করে বলেন, আমার জমিতে আমি ঘর নির্মাণ করছি এতদিন কিছু করিনি। এখন জমিটি কাজে লাগাতে চাই।

এ বিষয়ে রাজশাহী সওজের উপ- বিভাগীয় প্রকৌশলী নাহিনুর রহমান বলেন, ওই জমিটা অধিগ্রহণ করা হয়েছে বহুবছর আগেই। কিন্তু হঠাৎ এখন দখলে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমরা জেনেছি। ওই জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা তার নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। এ নিদের্শনা না মানলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

-আরএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,