For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভোটকেন্দ্রে হামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জন গ্রেফতার

Published : Friday, 7 January, 2022 at 5:03 PM Count : 101

দিনাজপুর জেলার চিরিরবন্দরে ইউপি নির্বাচনে ভোট গণনার সময় হামলা-ভাঙচুরসহ সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মীর্জা লিয়াকত আলী বেগ লিটনসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদেরকে আদালতে চালান দেয়া হলে দুপুরে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, গত ৫ জানুয়ারি চিরিরবন্দর উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের গছাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা চলছিল। এ সময় ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচনী মালামাল ছিনতাইয়ের চেষ্টা, ট্রাক্টর ভাঙচুর এবং নারী কনষ্টেবলসহ ৪ জনকে মারধর করা হয়। এ ঘটনায় ৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে পুলিশের এসআই বেলাল হোসেন বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযান চালিয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মীর্জা লিয়াকত আলী বেগ লিটনসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছিল।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল হক ফলাফল ঘোষণা করেন। এ সময় লিটনের নেতৃত্বে ৩০০/৩৫০ জন লোহার রড, ছোরা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। তারা নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসারসহ দায়িত্বরতদের ওপর হামলা করে। তারা নির্বাচনী কেন্দ্রে অরাজকতা সৃষ্টি, নির্বাচনী মালামাল ছিনতাইয়ের চেষ্টা এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে। তাদের হামলায় আহত হন দায়িত্বরত এএসআই বেলাল হোসেন, নারী কনষ্টেবল এসমোতারা খাতুন, আবু জাহের, তুষার চন্দ্র রায় ও জাহিরুল ইসলাম আহত হন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড এবং দুই রাউন্ড গ্যাস সেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মির্জা লিয়াকত আলী বেগ লিটনসহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০/৩৫০ জনতে আসামি করে মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, চিরিরবন্দর উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাজ উদ্দিন হোসেন শাহ্ আনারস প্রতীকে ৩ হাজার ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর্জা লিয়াকত আলী বেগ লিটন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৯ ভোট। 

-এএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,