শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল
এমআরআই যন্ত্র না থাকায় উন্নত চিকিৎসা বঞ্চিত লাখো মানুষ
Published : Sunday, 5 November, 2023 at 12:26 PM Count : 285
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) যন্ত্র না থাকার কারনে উন্নত চিকিৎসা প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন জেলার ও দূর-দূরান্তের কয়েক লাখ সেবা প্রত্যাশী। এদিকে সংশ্লিষ্টরা বলছেন নির্দিষ্ট সময়ে এমআরআই যন্ত্র সরবরাহ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। যার কারনে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ।
জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শমশের আলী বলেন, চিকিৎসক তাকে এমআরআই করার জন্য পরামর্শ দেন। স্বল্প খরচে তিনি এমআরআই করার জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসে জানতে পারেন এখানে এমআরআই যন্ত্র নেই। তিনি ক্ষোভের সাথে বলেন, এতোবড় হাসাপাতাল অথচ এমআরআই যন্ত্র নেই যার কারনে বাইরে থেকে অধিক টাকা খরচ করে এমআরআই করতে হয়েছে। হাসপাতালে এমআরআই মেশিন না থাকায় আমাদের মতো গরীব মানুষের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, নির্দিষ্ট সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এমআরআই মেশিন সরবরাহ না করে ঠিকাদার প্রতারনা করেছেন চুক্তিভঙ্গ করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে এখন সে পলাতক রয়েছে। চুক্তি ও নিয়ম অনুযায়ী এমআরআই মেশিন ক্রয় বাবদ ঠিকাদার কর্তৃক নিরাপত্তা জামানত হিসেবে ১৪ কোটি ২লাখ ২০হাজার টাকার পেমেন্ট অর্ডার জমা রয়েছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ধানমন্ডি সাত মসজিদ রোড ঢাকা শাখায়।
ব্যাংকে রাখা নিরাপত্তা জামানত প্রকল্প পরিচালক মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প একাউন্ট অনুকুলে ছাড় করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে বার বার তাগাদা পত্র প্রদান করা হয়েছে। তারা বিষয়টি আমলে নিচ্ছে না, টাকা ছাড় করছে না। ব্যাংক কর্তৃপক্ষ টাকা ছাড় না করায় এমআরআই যন্ত্রটি ক্রয় করা যাচ্ছে না । যার কারনে উন্নত চিকিৎসা প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন জেলার কয়েক লাখ সেবা প্রত্যাশী।
তিনি আরও জানান, বিষয়টি অবগত করে ১৪ কোটি দুই লাখ ২০হাজার টাকা ব্যাংক কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ইনক্যাশমেন্ট(নগদায়ন) করান নির্দেশ প্রদান এবং দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে গত ১৮অক্টোবর-২০২৩ বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করা হয়েছে।
এবিষয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’র এসএভিপি নাইমুল ইসলাম বলেন, আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে ব্রাঞ্চ শাখা কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
দি প্রিমিয়ার ব্যাংক ঢাকার ধানমন্ডি সাতমসজিদ রোড শাখা ব্যবস্থাপক তোহিদুজ্জামান তুহিন বলেন ঘটনাটি এই ব্রাঞ্চে আমার যোগদানের আগে ঘটেছে। এছাড়া এই বিষয়ে মামলা হয়েছে এখানে আইনের বিষয়টি জড়িত রয়েছে।
এই ব্যাপারে ব্রাঞ্চ পর্যায়ে আর কিছু করার নেই জানিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি প্রধান কার্যালয়ের এখতিয়ারে চলে গেছে।
এমবি