কুয়াকাটায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ
Published : Tuesday, 26 September, 2023 at 12:03 PM Count : 512
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছেন মালিকপক্ষ। এ সুযোগ চলমান থাকবে ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাত দিন।
কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এবং বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ও মধুপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি এর সঙ্গে যুক্ত হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাওয়ার একটি বড় সুযোগ রয়েছে। সকল ধরনের পর্যটকরা যেন কুয়াকাটায় সাধ্যের মধ্যে বেড়াতে আসতে পারেন তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন ঘোষণা দিয়েছি।
সংগঠনটির সভাপতি শাহালম হাওলাদার অবজারভারকে বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা পর্যটকদের কুয়াকাটার প্রতি আকৃষ্ট করতে আবাসিক হোটেল ও মোটেলগুলোতে ৫০ শতাংশ ভাড়া ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ঘোষণা দিয়েছি। সামনে টানা তিন দিন ছুটিতে স্কুল, কলেজ, ব্যাংক, অফিস ও আদালতসহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই ভ্রমণ পিপাষুরা স্বপরিবারে বেড়াতে আসতে পারেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে বিশেষ দিনে আমরা পর্যটকদের জন্য বিভিন্ন রকম অফার ঘোষণা করেছি। আশা করছি বিগত বছরগুলোর তুলনায় এ বছর আরও বেশি পর্যটকের সমাগম ঘটবে। দর্শণার্থীরা এর মধ্যে বেশ কিছু হোটেল ও মোটেলে বুকিং সম্পন্ন করেছেন। আমরা পর্যটকদের সেবা দিতে সব সময় প্রস্তুত আছি।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটায় আগত দেশী-বিদেশী পর্যটকদের জন্য আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশার করছি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
-টিএইচ/এমএ