For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোতোয়ায় নৌকাডুবি: আরও ৪ মরদেহ ভেসে এলো দিনাজপুরে

Published : Tuesday, 27 September, 2022 at 10:18 PM Count : 121

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চার মহিলার মরদেহ দিনাজপুরের বীরগঞ্জ ও সদর উপজেলার আত্রাই নদী থেকে উদ্ধার হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০ জনে।

এ নিয়ে গত দুদিনে পঞ্চগড় থেকে ভেসে আসা ১১ জনের মরদেহ দিনাজপুর থেকে উদ্ধার করা হল।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, মঙ্গলবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া গ্রামের সুধীর চন্দ্র বর্মনের স্ত্রী যত্না রানীর (৪০) মরদেহ জয়ন্তিয়ার ঘাট মধুরাপুরের আত্রাই নদী থেকে ও একই উপজেলার মাড়েয়া গেদিয়া পাড়া গ্রামের ফটিক চন্দ্র রায়ের স্ত্রী মনিকা রানীর (৪০) মরদেহ আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম জানান, মরদেহগুলো শনাক্ত সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ২নং সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও এলাকার পাশ্ববর্তী আত্রাই নদী থেকে সনেকা রানীর (২৮) মরদেহ উদ্ধার করা হয়। সনেকা রানী পঞ্চগড় বোদা উপজেলার সাকোয় ইউনিয়নের লক্ষ্মীনগর (ডাঙাপাড়া) এলাকার বাসিন্দা।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সোমবার আমরা ৯৯৯ মাধ্যেমে নদীতে মরদেহ ভেসে উঠার খবর জানতে পারি। পরে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ ময়না-তদন্ত ছাড়াই তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,