For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করতোয়ায় নৌকাডুবি: আরও ৫ লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে দাঁড়াল ৩০

Published : Monday, 26 September, 2022 at 10:57 AM Count : 427

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ সকালে আরও পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ নিয়ে মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়ালো। নিহতদের শনাক্তকরণ চলছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহবুব ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ডুবুরি দলের তিনটি ইউনিট সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে এখন পর্যন্ত পাঁচজনের মরদহ উদ্ধার করে। গতকাল ২৫ জনের মরদেহ উদ্ধার করে রাত ১১টা পর্যন্ত উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর কুমার রায় বলেন, নিহতদের শনাক্তকরণ চলছে।
 
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপর পাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। এই ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন শ্যালো মেশিনচালিত নৌকা যোগে যাচ্ছিল। দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার  লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে। পরে জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসন, ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। রবিবার (গতকাল) রাত ১১টা পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করে। এখনো অর্ধশত নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করেছেন।

এসআই/এনএন
পঞ্চগড়ে নৌকা ডুবিতে শিশুসহ ২৪ নারীর মৃত্যু

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,