For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সম্রাটের কারামুক্তিতে বাধা নেই

Published : Wednesday, 11 May, 2022 at 12:12 PM Count : 796

অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

এর ফলে সম্রাটের কারামুক্তিতে কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা।

তিনি বলেন, ‘সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে তিন মামলায় জামিন পেয়েছেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজা শেষ হয়ে গেছে। সর্বশেষ অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ জামিন পেয়েছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই।’
সম্রাটের আইনজীবী বলেন, ‘বিচারক সম্রাটকে তিন শর্তে আগামী ৯ জুন পর্যন্ত জামিন দিয়েছেন। শর্তগুলো হলো- আদালতের অনুমতি ব্যতিত তিনি দেশ ত্যাগ করতে পারবেন না, তাঁর পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।’

গত ২২ মার্চ তার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আদেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে অভিযোগ গঠনের দিন ঠিক করে মামলাটি এই আদালতে বদলির আদেশ দেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এদিন দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন।  

তিনি অবৈধ ভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডি ও উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া তার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ০৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে এখন তিনি কারাগারে আছেন।

-এমএ

২ মামলায় জামিন পেলেন সম্রাট
মানি লন্ডারিং মামলায় গ্রেফতার সম্রাট
জামিন পেলেন না সম্রাট
হাসপাতাল থেকে কারাগারে সম্রাট
সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
৬ দি‌নের রিমা‌ন্ডে সম্রাট
সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা
সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় র‌্যাবের চার্জশিট
সম্রাটের সহযোগী জাকির আটক
র‌্যাব কার্যালয়ে সম্রাট-আরমান
দুই মামলায় ১০ দিনের রিমান্ডে সম্রাট
সম্রাট রাজনৈতিক প্রতিহিংসার শিকার, দাবি মায়ের
সম্রাটকে কারাগারে নেয়া হচ্ছে
সম্রাটের চিকিৎসায় মেডিকেল টিম গঠন
হাসপাতালে সম্রাট
সম্রাটের বিরুদ্ধে র‌্যাবের দুই মামলা
সম্রাটের কাকরাইলের সেই যুবলীগ কার্যালয় এখন যেমন 
সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় দুটি মামলা হবে
খারাপ কোন কাজে জড়াতে পারেনা সম্রাট, দাবি পরিবারের (ভিডিও)
কেরানীগঞ্জ কারাগারের সাধারণ সেলে সম্রাট
কুমিল্লার ওই বাড়িতে যেভাবে ছিলেন সম্রাট
সম্রাটকে নিয়ে সংবাদ সম্মেলনে যেসব তথ্য জানাল র‌্যাব
সম্রাট ও আরমানকে ৬ মাসের জেল
সম্রাটের কার্যালয় থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার
সম্রাটের মহাখালী-শান্তিনগরের বাসায় অভিযান
সম্রাট সম্পর্কে যা বললেন দ্বিতীয় স্ত্রী শারমিন (ভিডিও)
যুবলীগ থেকে বহিষ্কার সম্রাট-আরমান
সম্রাটকে নিয়ে তালা ভেঙে তার কার্যালয়ে র‌্যাব
ঢাকায় আনা হয়েছে সম্রাটকে
যেভাবে আটক হলেন সম্রাট-আরমান (ভিডিও)
সম্রাটের উত্থান যেভাবে
যুবলীগ নেতা সম্রাট আটক (ভিডিও)
এমপি শাওন-সম্রাটের ব্যাংক হিসাব জব্দ
শাওন-সম্রাটের ব্যাংক অ্যাকাউন্ট তলব

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,