For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

অবশেষে পেরেকমুক্ত হলো তালতলীর সেই বট গাছ

Published : Monday, 10 January, 2022 at 5:42 PM Count : 228

বরগুনার তালতলী উপজেলা সড়কে সাইনবোর্ড লাগানো সেই বট গাছটিকে পেরেকমুক্ত করেছে পরিছন্নতা তালতলী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গতবছর ডেইলি অবজারভারে অনলাইনে খবর প্রকাশের পর অনেকে গাছটি পেরেকমুক্ত করার কথা বললেও ১ বছরে তা হয়ে উঠেনি। 

হঠাৎ করেই পরিছন্নতা তালতলী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সোমবার বেলা ১১টায় গাছটকে পেরেকমুক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. ইমরান তাহির, বিডি ক্লিন তালতলীর সেচ্ছাসেবীরা।

এ সময় পরিছন্ন তালতলীর আহ্বায়ক খালোদ মাসুদ ও সদস্য সচিব মো. মিলন বলেন, মানবদেহে আঘাত পেলে আমাদের যেমন কষ্ট হয়, তেমনি গাছও কষ্ট পায়। আরেকটি হলো, আঘাত করলে আমাদের শরীর থেকে যেমন রক্ত বের হয়, তেমনি গাছ থেকে এক ধরনের রস বের হয়। আঘাতের স্থানে ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষত দিয়ে ছত্রাক আক্রমণের মাধ্যমে গাছে ইনফেকশন হয়ে বিভিন্ন ধরনের রোগ হয়। আবার গাছের ওই স্থানে পানি জমে পচনও ধরে। ইনফেকশনজনিত কারণে অনেক গাছ বয়স হওয়ার আগেই মারা যায়। এটি একটি অমানবিক কাজ। 
পেরেক মারা স্থানে গাছ প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ না পাওয়ায় সেখানকার টিস্যুগুলো ধীরে ধীরে মারা যায়। গাছের চারপাশে যদি এভাবে একাধিক পেরেক মারা হয়, তাহলে গাছটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং একপর্যায়ে মারা যায়। তাই জানুয়ারি মাস পর্যন্ত আমারা তালতলী বাজারের সকল গাছ পেরেকমুক্ত করব।
  
-এইচএম/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,