For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পানযোগ্য নয় রাজশাহী ওয়াসার পানি

Published : Wednesday, 8 December, 2021 at 8:43 PM Count : 338

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (ওয়াসা) যে পানি সরবরাহ করে তা একেবারেই পানযোগ্য নয়। এ পানিতে রয়েছে দূষিত টোটাল কলিফর্ম। এটি মানবদেহের জন্য ক্ষতিকর। এর চেয়েও ক্ষতিকর ফিক্যাল কলিফর্ম। সেটি অবশ্য কম।

পানির মান কেমন? তা জানতে সম্প্রতি রাজশাহী ওয়াসা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে পানি পরীক্ষা করিয়েছে। সেখানেই উঠে এসেছে এ চিত্র। বিষয়টি নিয়ে রাজশাহী ওয়াসার কোন কর্মকর্তা কথা বলতে চাননি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের রাজশাহীর জৌষ্ঠ রসায়নবিদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী ওয়াসার পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এটিকে বলা হয় ‘টোটাল কলিফর্ম’। পানযোগ্য পানিতে টোটাল কলিফর্মের মান থাকবে একেবারেই শূন্য। কিন্তু রাজশাহীর শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ওয়াসার সরবরাহ করা পানি পরীক্ষা করে দেখা গেছে, টোটাল কলিফর্মের মান ২০০ থেকে এক হাজার।

এ বিষয়ে কথা বলতে চাইলে রাজশাহী ওয়াসার সচিব মুহাম্মদ আবদুল হালিম টলস্টয় বলেন, ‘এটা তো টেকনিক্যাল ব্যাপার। প্রকৌশল বিভাগ এ বিষয়ে কথা বলবে।’ যোগাযোগ করা হলে প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ কোন মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক কথা বলবেন।’ ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন ফোন ধরেননি। তাই তাঁরও বক্তব্য পাওয়া যায়নি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের জৌষ্ঠ রসায়নবিদ শফিকুল ইসলাম বলেন, আরেক ধরনের কলিফর্ম আছে। এটাকে ‘ফিক্যাল কলিফর্ম’ বলে। মানুষ ও পশুপাখির মলমূত্র থেকে এই কলিফর্ম হয়। রাজশাহীতে এটি তেমন পাওয়া যায়নি। তবে টোটাল কলিফর্ম অতিরিক্ত বেশি। এটির মানমাত্রা থাকতে হবে শূন্য। এর বেশি হলে পানিকে পানযোগ্য ধরা যায় না। তাই রাজশাহী ওয়াসার পানি পানের অযোগ্য। এই পানি পান করলে ধীরে ধীরে মানুষ অসুস্থ হয়ে পড়বে। ফিক্যাল কলিফর্ম থাকলে পানি পানের পর মানুষ তাৎক্ষিণকভাবে অসুস্থ হতেন।

তিনি বলেন, টোটাল কলিফর্ম হয় মূলত পাইপ ফেটে যাওয়ার পর ময়লা-আবর্জনা ঢুকে গেলে। মহানগরজুড়ে উন্নয়ন কাজ চলছে। এ কারণে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যায়। এর ফলেই টোটাল কলিফর্ম হচ্ছে। এটা কমাতে হলে কোথাও যেন পাইপ ফেটে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। নইলে এই পানি পান করা উচিত না।

রাজশাহী সিটি করর্পোরেশনের (রাসিক) তত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, শহরে ওয়াসার পানির পাইপ আছে মাটির মাত্র ৮ থেকে ১০ ইঞ্চি নিচে। ফলে রাস্তায় কাজ করতে গেলেই পাইপ ফেটে যায়। তবে দীর্ঘ সময় ফেটে থাকে না। আমরা নিজেরাই জিনিসপত্র কিনে ঠিক করে দেই। এ জন্য আমরা বলছি, মাটির অন্তত তিনফুট নিচে যেন ওয়াসার পাইপ পোতা হয়। এটা নিয়ে আলোচনা চলছে।

এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,