রাজবাড়ীতে ভোট কেন্দ্রে একজনের মৃত্যু
Published : Tuesday, 21 May, 2024 at 4:36 PM Count : 138
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বরইচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে ইউসুফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধ স্ট্রক মারা গেছে।
নিহত ইউসুফ হোসেন (৬০) উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিনবাড়ী গ্রামের মৃত হানু মন্ডলের ছেলে।
জানা যায, সকাল ১০ টার দিকে ইউসুফ হোসেন তার ছোট ভায়ের সাথে ভোট কেন্দ্রে যায় ভোট দিতে। সিরিতে থাকার সময় স্ট্রক করে সিরির উপর পরে যায় ইউসুফ হোসেন। কেন্দ্রে থাকা আনসার সদস্য ও পুলিশ সদস্যরা মিলে তার মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে। পরে একটি ভ্যান ঢেকে হাসপাতালে পাঠিয়ে দেয়। কালুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ইউসুফ হোসেনের চাচাতো ভাই খলিলুর রহমান বলেন,'আমার ভাই কৃষি বিপনন অধিদপ্তরে মার্কেটিং অফিসার পদে চাকরি করতো। হার্টের সমস্যার কারনে এক বছর আগেই চাকরি থেকে অবসর নিয়ে চলে আসে। সকাল ১০ টার দিকে আমরা দুজন বাড়ী থেকে ভ্যানে চরে কেন্দ্রে যায় ভোট দিতে। আমি আগে ভোট কক্ষে ঢুকে পরি। ও পেছনে ছিল। ভোট দিয়ে বের হয়ে দেখি অসুস্থ হয়ে পরে আছে। সবাই মাথায় পানি দিচ্ছে। দ্রুত একটি ভ্যান ডেকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাবার পর ডাক্তার মৃত ঘোষনা করে।
বরইচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ রঞ্জুরুল ইসলাম বলেন, একজন বৃদ্ধ ভোট দিতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্য সুস্থ করার চেষ্টা করে। পরে একটি ভ্যান ভাড়া করে হাসপাতালে পাঠানো হয়। জানতে পেরেছি লোকটি মারা গেছে।
এসআই/এসআর