ফেনীতে নসিমন উল্টে নিহত ১, আহত ৯
Published : Tuesday, 21 May, 2024 at 4:31 PM Count : 134
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা এলাকায় নসিমন উল্টে জাকির হোসেন (৩০) নামের একজন শ্রমিক নিহত হয়েছে। সে দিনাজপুর এলাকার চিরি বন্দর থানার ইউসুপপুর ইউনিয়নের বাসিন্দা।
আহত হয়েছে আরো ৯ জন। জাহাঙ্গীর ও রশিদ নামে গুরত্বর আহত দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নসিমনটি পল্লী বিদ্যুতের ঠিকাদারের কাজে নিয়োজিত শ্রমিকদের বহন করছিলো। সদর উপজেলার লেমুয়া থেকে কাজ শেষে ফেরার পথে মহাসড়কে ওই স্থানে গেলে প্রথমে চাকা বিষ্ফোরণ হয়, পরে উল্টে যায়।
২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুহুল মহসিন সুজন এসব তথ্য নিশ্চিত করেন৷
এমএটিবি/এসআর