তীব্র শীতে মাছ শিকার বন্ধ, কষ্টে জেলে পরিবার
Published : Tuesday, 16 January, 2024 at 4:21 PM Count : 270
নদীর পাড়ে সারি সারি নৌকা ভেড়ানো। অলস সময় কাটাচ্ছেন জেলেরা। কেউ কেউ ব্যস্ত জাল মেরামতে আবার অনেকেই গভীর ঘুমে আছেন নৌকায়। রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ের চিত্র এটি। তীব্র শীতের কারণে জেলেরা নদীতে মাছ শিকার করতে পারছেন না।
নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এছাড়াও অনেকে অভিযোগ করছেন নদীতে মাছের দেখা পাওয়া যাচ্ছে না।
সোমবার দৌলতদিয়া পদ্মা নদীর গিয়ে দেখা যায় সারি সারি নৌকা অলস পড়ে রয়েছে। আবার অনেককে জাল মেরামতে ব্যাস্ত সময় পার করতে দেখা যায়।
এ সময় দৌলতদিয়া গফুর মন্ডল পাড়ার হারুন, রহিমসহ কয়েকজন কে দেখা যায় জাল মেরামত করছে। তারা জানান, ঠান্ডায় নদীতে জাল ফেলা যায় না তাছাড়া নদীতে তেমন মাছও নেই খুব কষ্টে দিন যাচ্ছে । এই মাছের উপর তাদের সংসার নির্ভর করায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা।
পদ্মা নদীতে মাছ ধরতে আসে মানিকগঞ্জ, পাবনা ও ফরিদপুর অঞ্চলের অনেক জেলে। তারা বেশ কিছু দিন থাকে মাছ ধরতে এসে। তাই নৌকায় থাকা খাওয়াসহ চলে রান্নার আয়োজন।
এসময় কথা হয় মানিকগঞ্জের হরিরাম পুরের দেবেন দাসের সঙ্গে। তিনি সহ চার-পাঁচজন এসেছেন মাছ ধরতে। তীব্র শীতে নদীতে জাল ফেলতে পারছেন না আবার দিনের বেলা যতটুকু জাল ফেলছেন মাছ পাচ্ছেন না। এখন খাওয়ার চাল শেষ হওয়ার পথে। তারা অপেক্ষা করছেন শৈত্য প্রবাহ কেটে গেলে নদীতে জাল ফেলার।
নদীতে মাছ ধরতে না পারার প্রভাব পড়েছে পদ্মা পাড়ের মাছের বাজারে। এসময় মাছের আড়তগুলোতে মাছ সরবরাহ কমে গেছে। মৎস্য ব্যাবসায়ী শাজাহান শেখ বলেন মারাত্মক শীতে নদীতে অনেক বাতাস থাকায় জেলেরা নদীতে জাল ফেলতে পারছে না ফলে আড়ৎ গুলোতে নদীর মাছের সরবরাহ কমে গেছে। একারণে মাছের দামও একটু বাড়তির দিকে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজী বলেন, শীত ও কুয়াশায় কাহিল জেলে সম্প্রদায়ের জীবন।
এ অবস্থায় তারা মাছ ধরতে নদীতে যায়না শীত জনিত বিভিন্ন রোগ হবে এই কারণে তবে শীতে নদীতে মাছ থাকবে না এমন নয়। এ অবস্থায় তারা নদীতে মাছ আহরণ করতে না পারায় আর্থিক সংকটে পড়েছে। সেই সঙ্গে বাজারে দেশি মাছের সরবরাহও কমে গেছে। আবহাওয়া অনুকূল হলে অবস্থার পরিবর্তন হবে বলে তিনি মনে করেন।
এমবি