For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জাইটেক্স গ্লোবালে বেসিস

Published : Tuesday, 17 October, 2023 at 12:46 PM Count : 245

তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা সম্প্রসারণের জন্য ১৬-২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে জাইটেক্সে গ্লোবাল ২০২৩। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পাঁচটি সদস্য প্রতিষ্ঠান প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করেছে এই মেলায়।

বিশ্বের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি প্রদর্শনী সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং দুবাই হারবার দুটি মেগা ভেন্যুজুড়ে এই বছর প্রদর্শনীর ৪৩তম সংস্করণের আয়োজন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, মোবিলিটি, সাসটেইনেবল টেক এবং আরও বিভিন্ন ধরনের প্রযুক্তিভিত্তিক সমাধান খুঁজতে আয়োজিত হচ্ছে জাইটেক্সে গ্লোবাল ২০২৩। বিশ্বের সর্ববৃহৎ এই তথ্যপ্রযুক্তি এবং স্টার্ট আপভিত্তিক মেলায় ১৭০টির অধিক দেশের ছয় সহস্রাধিক নামি-দামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবাসমূহ তুলে ধরছে এই মেলায়।

বেসিসের সদস্য প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছে অ্যাডভান্সড সফটওয়ার ডেভেলপমেন্ট, এএসটিজিডি, বিডিটাস্ক লিমিটেড, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড এবং সাজিম টেক লিমিটেড। 

মেলায় অংশগ্রহণকারী বেসিস সদস্যরা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য বিভিন্ন সম্মেলন, সেমিনার, কর্মশালা এবং বিটুবি মিটিংয়ে অংশগ্রহণ করবে।
এ বিষয়ে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, 'তথ্যপ্রযুক্তি খাতে বিদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের মেলা এবং কার্যক্রমে অংশগ্রহণ করি। তারই ধারাবাহিকতায় জাইটেক্সে গ্লোবাল ২০২৩-এ আমাদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে বলে আশা করি। এই মেলাতে ১৭০টিরও অধিক দেশের কোম্পানি অংশগ্রহণ করেছে এবং তাদের সেবাসমূহ প্রদর্শন করছে। যার ফলে বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক প্রবণতা সম্পর্কে অংশগ্রহণকারী বেসিস সদস্যদের ধারণা আরও স্পষ্ট হবে।'

চলতি বছরের জাইটেক্সে গ্লোবাল ২০২৩ বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং আইকনিক বৃহৎ আকারের প্রদর্শনীর ৪৩তম সংস্করণ- যা প্রযুক্তি নির্মাতা, বিনিয়োগকারী এবং উৎসাহীদের সহযোগিতা করার জন্য একটি সম্মেলন কেন্দ্রে পরিণত হয়েছে৷ মেলায় অংশগ্রহণকারীরা তাদের আইটি এবং আইটিইএস সম্পর্কিত ব্যবসা অনায়াসে বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে এই মেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী ও তথ্যপ্রযুক্তিবিদদের সঙ্গে একত্রিত হতে পারবেন। এই মেলার আয়োজনের উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে উদ্ভাবনশীল উদ্যোগগুলো একত্রিত করে ব্যবসা, অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,