For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদন্ড ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

Published : Thursday, 14 September, 2023 at 4:32 PM Count : 184

জয়পুরহাটে পৃথক দুটি হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর  আব্বাস উদ্দীন মৃত্যুদন্ড ও অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচার মোঃ নুরুল ইসলাম যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এছাড়া উভয় মামলায় প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃতদন্ডপ্রাপ্ত আসামী আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মো: সাহাবুল ইসলামের ছেলে সাজাদুল ইসলাম (৩৮)। 

আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার উত্তর গোপালগ্রামের মৃত বাবর মন্ডলের ছেলে রব্বুল মন্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। এর মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছেন।
জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারী আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে রূপালী তৎকালীন  (১৬) গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হয়ে নিখোঁজ হয়। পর দিন সকালে বাড়ি থেকে কিছু দুরে তুলশীগঙ্গা নদীর ধারে আগুনে পুড়ে যাওয়া দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল জলিল ২০০৯ সালের ৫ মে বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পর্যায়ক্রমে এসআই আকরাম হোসেন, মোজাফফর হোসেন, সেলিম মালিক ও আমজাদ হোসেনসহ সর্বশেষ নুরুন্নবী ২০১১ সালে ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

অন্যদিকে ২০২১ সালের ২২ এপ্রিল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১৪৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল বোতল ফেনসিডিলসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল, উদয় সিংহ এপিপি। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন রাব্বিউল হাসান মোনেম ও বিমান চন্দ্র বসাক।

এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,